National News

রাহুল দৌড়চ্ছেন কাজে, গোয়ায় ফুরফুরে মেজাজে ছুটিতে সনিয়া

গোয়ার একটি বেসরকারি রিসর্টে গত মঙ্গলবার থেকে ছুটি কাটাচ্ছেন সনিয়া। রাজনীতির আঙিনা থেকে দূরে, খানিকটা নিভৃতে। হাতেগোনা কয়েক জন বন্ধুর সঙ্গে সেখানে উঠেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১৮:১৫
Share:

ছবি: রীতেশ দেশমুখের টুইটারের সৌজন্য।

কখনও সমুদ্রের ধারে হেঁটে বেড়াচ্ছেন। কখনও ব্রেকফাস্টে দোসার স্বাদ নিচ্ছেন। আবার কখনও বা ঘুরে বেড়াচ্ছেন সাইকেল নিয়ে। কোনও উৎসাহী নিজস্বীর আবদার করলে, তা-ও হাসিমুখে মেনে নিচ্ছেন। কংগ্রেসের সভাপতির দায়িত্ব ছাড়ার পর এমন ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছে সনিয়া গাঁধীকে।

Advertisement

গোয়ার একটি বেসরকারি রিসর্টে গত মঙ্গলবার থেকে ছুটি কাটাচ্ছেন সনিয়া। রাজনীতির আঙিনা থেকে দূরে, খানিকটা নিভৃতে। হাতেগোনা কয়েক জন বন্ধুর সঙ্গে সেখানে উঠেছেন তিনি। রিসর্টের কর্মীরা জানিয়েছেন, যোগব্যায়াম করে ও বইয়ের পাতায় চোখ রেখেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন বছর একাত্তরের নেত্রী।

রিসর্টের বাইরে গোয়ায় বেড়াতে আসা মানুষজনের সঙ্গে কথাবার্তাও বলছেন সনিয়া। দৃশ্যতই এমন হাসিখুশি সনিয়াকে সাম্প্রতিক অতীতে দেখা যায়নি বলেই মনে করছেন ঘনিষ্ঠজনেরা। কিছু দিন আগে অবশ্য দিল্লির খান মার্কেটে মেয়ে প্রিয়ঙ্কা বঢ়রার সঙ্গেই শপিং করতে দেখা গিয়েছিল সনিয়াকে।

Advertisement

আরও পড়ুন
আমি র-এর চর, শেখানো বুলির মতো আউড়ে যাচ্ছিলেন কুলভূষণ
পাকিস্তানের তীব্র নিন্দায় সুষমা, ‘ধিক্কার’ উঠল গোটা সংসদ থেকে

খোশমেজাজে ছুটি কাটাচ্ছেন সনিয়া। ছবি: সংগৃহীত।

গোয়ায় যখন খোশমেজাজে ছুটি কাটাচ্ছেন সনিয়া, তখনই দলীয় কাজে ডুবে রয়েছেন ছেলে রাহুল গাঁধী। গত ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। তার পর থেকেই কখনও গুজরাতে কংগ্রেসের আশাপ্রদ ফলাফলের পর্যালোচনা করছেন তো কখনও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে হারের বিশ্লেষণে নেমেছেন।

এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

এই ইয়ারএন্ড বা নিউইয়ারে কোনও ছুটি না নিয়ে তিনি রাজনৈতিক, সাংগঠনিক বা সংসদীয় কাজেই থাকবেন বলে জানা যাচ্ছে। আর সনিয়া গোয়া থেকে ছুটি কাটিয়ে দিল্লি ফিরবেন জানুয়ারির প্রথম সপ্তাহে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন