কাঁধে অস্ত্রোপচারের পর কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুধবার নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে তাঁর বাঁ কাঁধে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকেরা জানান, শনিবার তিনি কিছুটা ব্যায়াম ও হাঁটাচলা করেছেন। সম্প্রতি, বারাণসীর একটি রোড-শোয়ে জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে চোট পান ৬৯ বছরের কংগ্রেস নেত্রী। কাঁধের হাড় ভেঙে যাওয়ায় দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।