সক্রিয় সনিয়া চান নবীনকেও

আসরে আবার মা-ছেলের জুটি। লক্ষ্য, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী ঠিক করা। আর সেই পথে এগোতে গিয়ে দেশে মোদী বিরোধীদের ঐক্য প্রতিষ্ঠা করতে চান দু’জনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ০৩:৫৮
Share:

আসরে আবার মা-ছেলের জুটি। লক্ষ্য, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী ঠিক করা। আর সেই পথে এগোতে গিয়ে দেশে মোদী বিরোধীদের ঐক্য প্রতিষ্ঠা করতে চান দু’জনে।

Advertisement

কৌশল হল, মা প্রবীণ নেতাদের ফোন করে আলোচনা এগিয়ে নিয়ে যাবেন। তার পর তাঁদের সঙ্গে দিল্লিতে বৈঠক হবে মা-ছেলের। এ সবের মধ্যে দিয়ে আগামী দিনে রাহুলের নেতৃত্বে মোদী বিরোধী রাজনীতির মহড়া শুরু হয়েছে বলেই মনে করছেন কংগ্রেস নেতারা। তাঁদের মতে, অধীর চৌধুরী-আব্দুল মান্নানরা মমতা-বিরোধী আন্দোলন চালিয়ে যেতে পারেন। কিন্তু জাতীয় রাজনীতির মমতাকে পাশে পেতে ইচ্ছুক সনিয়া।

সব অ-বিজেপি দলের সঙ্গে কথা বলার জন্য গুলাম নবি আজাদকে দায়িত্ব দিয়েছেন সনিয়া। পাশাপাশি অন্য দলগুলিকে বোঝানোর জন্য সীতারাম ইয়েচুরি ও শরদ পওয়ারকে অনুরোধ করেছেন তিনি। সে জন্যই আজ ভুবনেশ্বরে গিয়ে নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করেন ইয়েচুরি। বিজেডি বরাবরই কংগ্রেস বিরোধী। কিন্তু নবীনের রাজ্যে বিজেপি যে ভাবে থাবা বসাতে চাইছে, তাতে তিনি বিরোধীদের পাশে থাকতে পারেন বলে আশা কংগ্রেসের। আর শিব সেনার সমর্থন পেতে যোগাযোগ রাখছেন শরদ পওয়ার।

Advertisement

বিজেপি কাকে প্রার্থী করবে, তা এখনও স্পষ্ট নয়। তবে কোনও দলিতকে প্রার্থী করার জন্য ঘনিষ্ঠ মহলে ইচ্ছা প্রকাশ করেছেন মোদী। শরদ পওয়ার, শরদ যাদব এমনকী প্রণব মুখোপাধ্যায়কে দ্বিতীয়বারের মতো প্রার্থী করার বিষয়েও আলোচনা হচ্ছে। প্রণববাবু ঘনিষ্ঠ মহলে বলেছেন, তিনি ভোটে লড়তে রাজি নন। তাঁর নাম নিয়ে শাসক ও বিরোধী দলগুলির সমীকরণ কোথায় পৌঁছয়, সেটা দেখার। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র ভোট ১৮ হাজারের মতো কম। অমিত শাহ মনে করছেন, এই ঘাটতি মিটিয়ে ফেলা যাবে। তাই বিজেপির নিজস্ব প্রার্থী দেওয়া উচিত। সনিয়া-রাহুলও জানেন, সংখ্যা বিজেপির অনুকূলে। কিন্তু সঙ্ঘ যদি কোনও হিন্দু-মুখকে রাষ্ট্রপতির প্রার্থী করতে চায়, তা হলে বিরোধীদের সুবিধা হবে। সে ক্ষেত্রে সব দল মানবে, এমন কাউকে বিরোধীদের প্রার্থী করলে তাঁকে জিতিয়ে আনার সম্ভাবনা তৈরি হবে।

এই পরিস্থিতিতে তেলঙ্গানা রাষ্ট্র সমিতির সঙ্গে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ সংঘাতে জড়িয়ে পড়ায় চরম ক্ষুব্ধ সনিয়া। দিগ্বিজয় বলেছেন, টিআরএস সংখ্যালঘুদের ক্ষেপিয়ে তুলছে। এর পরেই টিআরএস সভাপতি কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা বলেছেন, ‘‘মোদী-বিরোধী মঞ্চ গঠনের চেষ্টার মধ্যে দিগ্বিজয় সিংহের এমন বক্তব্য ঠিক নয়।’’ চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি মিটিয়ে ফেলতে চাইছেন সনিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন