Sonia Gandhi

‘অদ্ভুত মামলা’

‘ইয়ং ইন্ডিয়ান’ সংস্থার মাধ্যমে ন্যাশনাল হেরাল্ডের পরিচালক ‘অ্যাসোসিয়েটেড জার্নাল’ সং‌স্থাকে ৯০ কোটি টাকার ঋণ দিয়ে ওই সংস্থার ২ হাজার কোটি টাকার সম্পত্তি হস্তগত করার অভিযোগ রয়েছে সনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ০৯:০৫
Share:

সনিয়া গান্ধী। —ফাইল চিত্র।

সনিয়া গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র অভিযোগ অদ্ভুত বলে আদালতে দাবি করলেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। ‘ইয়ং ইন্ডিয়ান’ সংস্থার মাধ্যমে ন্যাশনাল হেরাল্ডের পরিচালক ‘অ্যাসোসিয়েটেড জার্নাল’ সং‌স্থাকে ৯০ কোটি টাকার ঋণ দিয়ে ওই সংস্থার ২ হাজার কোটি টাকার সম্পত্তি হস্তগত করার অভিযোগ রয়েছে সনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে। কিন্তু সিঙ্ঘভির বক্তব্য, ‘‘এটা অদ্ভুত মামলা। কার্যত নজিরবিহীন। কারণ অ্যাসোসিয়েটেড জার্নালের কোনও সম্পত্তি ইয়ং ইন্ডিয়ানের অধিকারে আনা হয়নি। অ্যাসোসিয়েটেড জার্নালকে ঋণমুক্ত করার জন্য ওই প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়েছিল। যা আইনসম্মত।’’ সিঙ্ঘভির মতে, এই মামলা হল ডেনমার্কের রাজকুমারের কেন্দ্রীয় চরিত্রটি ছাড়াই শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ নাটকটি লেখার চেয়েও খারাপ বিষয়। ৩ জুলাই ওই মামলায় পেশ করা চার্জশিট গ্রহণের পক্ষে সওয়াল শেষ করেন ইডি-র আইনজীবী ও অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন