সাহসী বাসচালক সেলিমকে ৫ লক্ষ টাকা পুরস্কার দিলেন সোনু নিগম

হয়তো আট জনের প্রাণ তিনি বাঁচাতে পারেননি, কিন্তু তাঁর দৌলতেই বেঁচে গিয়েছেন আরও পঞ্চাশ জন পূণ্যার্থী। সেলিমের সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে তামাম দেশবাসী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৭ ১৯:২০
Share:

সোনু নিগম ও শেখ সেলিম গফুর।-ফাইল চিত্র।

অমরনাথ‌ যাত্রীদের বাঁচিয়ে গোটা দেশের কাছে নায়ক সেলিম শেখ। সেই বাহাদুর বাস চালককে পাঁচ লক্ষ টাকা দিলেন গায়ক সোনু নিগম।

Advertisement

গত ১০ জুলাই অনন্তনাগে হিন্দু তীর্থ‌যাত্রীদের বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় মৃত্যু হয়েছিল আটজনের। তাঁদের মধ্যে পাঁচ জনই গুজরাতের বাসিন্দা। সেলিমের তত্পরতায় প্রাণ বাঁচে বাকি বাসযাত্রীদের। প্রতিকূল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে সে দিন গাড়ি চালিয়ে দেশের হিরো গুজরাতের সেলিম শেখ। হয়তো আট জনের প্রাণ তিনি বাঁচাতে পারেননি, কিন্তু তাঁর দৌলতেই বেঁচে গিয়েছেন আরও পঞ্চাশ জন পূণ্যার্থী। সেলিমের সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে তামাম দেশবাসী।

আরও পড়ুন: কুলভূষণের প্রাণভিক্ষার আর্জি খারিজ পাকিস্তানের সেনা আদালতে

Advertisement

বাদ যাননি বলিউডের তারকারাও। এ বার তাঁর সাহসিকতাকে সম্মান জানিয়ে তাঁকে পুরস্কৃত করলেন সোনু নিগম। সেলিমের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার জন্য পাঁচ লক্ষ টাকা তাঁর হাতে তুলে দিয়েছেন তিনি। তাঁর মতে, সাহসিকতার জন্য পুরস্কার পাওয়ার যোগ্য সেলিম। বিশেষ পুরস্কারের জন্য সেলিমের নাম অবশ্য ইতিমধ্যেই ঘোষণা করেছে গুজরাত সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement