MBBS Student Dies by Suicide

‘ক্ষমা করে দিয়ো, পারলাম না!’ ছত্তীসগঢ়ে বাবাকে চিঠি লিখে হস্টেলেই আত্মহত্যা ডাক্তারি পড়ুয়ার

নিহত ছাত্রের নাম হিমাংশু কাশ্যপ (২৪)। হিমাংশু ছত্তীসগঢ়ের কোরবার ওই মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের এমবিবিএস পড়ুয়া ছিলেন। শনিবার নিজের হস্টেলের ঘরেই আত্মহত্যা করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গত বছর অকৃতকার্য হয়েছিলেন প্রথম বর্ষের পরীক্ষায়। চলতি বছর ফের একই পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু পরীক্ষার দিন সকালে হস্টেলের ঘর থেকে মিলল ছাত্রের ঝুলন্ত দেহ! শনিবার ছত্তীসগঢ়ের এক সরকারি মেডিক্যাল কলেজের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ছাত্রের নাম হিমাংশু কাশ্যপ (২৪)। হিমাংশু ছত্তীসগঢ়ের কোরবার ওই মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের এমবিবিএস পড়ুয়া ছিলেন। শনিবার নিজের হস্টেলের ঘরেই আত্মহত্যা করেছেন তিনি। ঘটনাস্থল থেকে তাঁর লেখা একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। তাতে লেখা রয়েছে, ‘‘আমি পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়ো বাবা!’’

পুলিশ সুপার (শহর) ভূষণ এক্কা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শনিবার সিভিল লাইন্‌স এলাকায় অবস্থিত ওই কলেজের হস্টেল থেকে তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শনিবার সকালে হিমাংশু পরীক্ষা দিতে যাননি। সন্দেহ হওয়ায় ওই ছাত্রের সহপাঠীরা তাঁর ঘরে যান। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বার বার ডেকেও সাড়া না মেলায় শেষমেশ দরজা ভেঙে ভিতরে ঢোকেন সকলে। তখনই হিমাংশুর ঝুলন্ত দেহ দেখেন তাঁরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement