—ফাইল চিত্র।
১৬ দিন ফেরার থাকার পর সমাজবাদী পার্টির নেতা গায়ত্রী প্রজাপতিকে অবশেষে বুধবার লখনউ থেকে গ্রেফতার করল পুলিশ।
২০১৪-তে এক মহিলাকে গণধর্ষণ ও তাঁর মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল গায়ত্রী-সহ ৭ জনের বিরুদ্ধে। এ বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে গায়ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানাও জারি করা হয়। তার পর থেকেই ফেরার ছিলেন এই সপা নেতা। তাঁর খোঁজে একটি স্পেশ্যাল টাস্ক ফোর্স গঠন করে উত্তরপ্রদেশ পুলিশ। মঙ্গলবারই এসটিএফ তল্লাশি চালিয়ে এই মামলায় তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে ২ জন গায়ত্রীর ছেলে বলে জানিয়েছে পুলিশ। গায়ত্রীকে আশ্রয় দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে অভিযুক্ত সপা নেতার খোঁজ পায় পুলিশ।লখনউয়ের আলমবাগ থানায় নিয়ে গিয়ে প্রজাপতিকে জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও খবর