মামলার মুখে এ বার রাও

সিবিআইয়ের অন্দরমহলের গণ্ডগোল মিটছেই না। সিবিআইয়ের ভারপ্রাপ্ত ডিরেক্টর এম নাগেশ্বর রাওয়ের বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টে মামলা ঠুকলেন ওই সংস্থারই এসপি টি রাজা বালাজি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ০১:২৪
Share:

এম নাগেশ্বর রাও।— ফাইল চিত্র।

সিবিআইয়ের অন্দরমহলের গণ্ডগোল মিটছেই না। সিবিআইয়ের ভারপ্রাপ্ত ডিরেক্টর এম নাগেশ্বর রাওয়ের বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টে মামলা ঠুকলেন ওই সংস্থারই এসপি টি রাজা বালাজি। অলোক বর্মাকে সরানোর পরে রাও দায়িত্ব নিয়েই বালাজিকে বদলি করে দিয়েছিলেন। বালাজি এ বার সুপ্রিম কোর্টে রাওয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে নালিশ জানিয়েছেন, রাও তাঁকে নিশানা করছেন।

Advertisement

এমনিতেই আইসিআইসিআই ব্যাঙ্কের চন্দা কোছরের বিরুদ্ধে মামলা করে অরুণ জেটলির বিষ নজরে পড়েছিল সিবিআই। এর পরে ওই তদন্ত থমকে গিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিবিআই সূত্রের দাবি, তদন্ত খতিয়ে দেখা হচ্ছে। এর পরে সন্দেহভাজনদের সমন পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত কোনও সমন পাঠানো হয়নি। যে সব তল্লাশি হয়েছিল, তা মুম্বইয়ের আদালতের নির্দেশেই হয়েছিল। ওই মামলার প্রথম তদন্তকারী অফিসার সুধাংশু ধর মিশ্রকে বদলি করে দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সিবিআই অবশ্য জানিয়েছে, সুধাংশুর বিরুদ্ধে সিবিআই হানার খবর আগাম ফাঁস করে দেওয়ার সন্দেহে তদন্ত হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement