(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং অজিত আগরকর (ডান দিকে)। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আর দু’মাসও বাকি নেই। শনিবার ঘোষণা হবে ভারতের বিশ্বকাপের দল। সেই দলই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে সূর্যকুমার যাদবদের পারফরম্যান্স বিচার করে অজিত আগরকরেরা বেছে নেবেন দল।
শনিবার সকালে মুম্বইয়ে বৈঠকে বসবে জাতীয় নির্বাচক কমিটি। যোগ দেবেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের পর শনিবার সকালে তাঁরা মুম্বই যাবেন। বিশ্বকাপ এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য দল বেছে নেওয়া হবে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে হবে কোচ গম্ভীরকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, দুপুর ১টা ৩০-এ দল ঘোষণা করা হতে পারে। পাশাপাশি, কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের দলও নির্বাচন করা হবে।
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে নির্বাচক কমিটি বৈঠকে বসবে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের দল নির্বাচন হবে। দল নির্বাচনের পর সূর্য এবং আগরকর সংবাদমাধ্যমের মুখোমুখি হবে।’’
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার ২০টি দেশ খেলবে। ভারত গত বারের চ্যাম্পিয়ন। খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে সূর্যদের। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও আমেরিকা, নামিবিয়া এবং নেদারল্যান্ডস রয়েছে।