কে হবেন মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশে বিপুল জয়ের পরে আপাতত মনোজ সিন্হা কিংবা কেশবপ্রসাদ মৌর্যের নামই সব থেকে এগিয়ে মুখ্যমন্ত্রীর দৌড়ে। তবে বিজেপি নেতাদের বক্তব্য, এখনও নরেন্দ্র মোদী ও অমিত শাহ ছাড়া আর কেউ নাম জানেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০৩:৫৪
Share:

উত্তরপ্রদেশে বিপুল জয়ের পরে আপাতত মনোজ সিন্হা কিংবা কেশবপ্রসাদ মৌর্যের নামই সব থেকে এগিয়ে মুখ্যমন্ত্রীর দৌড়ে। তবে বিজেপি নেতাদের বক্তব্য, এখনও নরেন্দ্র মোদী ও অমিত শাহ ছাড়া আর কেউ নাম জানেন না। আর জাতপাতের অঙ্ক মাথায় রাখলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে যেমন যোগী আদিত্যনাথ রয়েছেন, তেমনই দীনেশ শর্মা, শ্রীকান্ত শর্মাদের নামও ঘোরাফেরা করছে। রাজনাথ সিংহ মুখ্যমন্ত্রী হতে চাইলেও তাঁকে প্রস্তাব দেওয়া হয়নি। মনোজ সিন্হা ভূমিহার ও মোদীর ঘনিষ্ঠ। আর রাজ্য সভাপতি কেশবপ্রসাদ মৌর্য ওবিসি। অমিত শাহ আজ বলেন, আগামিকাল সংসদীয় বোর্ডের বৈঠকে যোগ্যতম ব্যক্তিকেই মুখ্যমন্ত্রী করা হবে। তবে দলের অনেকের ধারণা, হোলির পরে বিধায়ক দলের বৈঠকের পর মুখ্যমন্ত্রী স্থির হবে। দলের একটি অংশের মত, প্রধানমন্ত্রী ওবিসি বলে মুখ্যমন্ত্রী হোক উচ্চবর্ণের। তা হলে ভারসাম্য থাকবে। আর এক অংশ মনে করেন, যেহেতু পিছিয়ে পড়া শ্রেণি বিজেপিকে ভোট দিয়েছে, তাই তাঁদের কাউকে সরকারের মাথায় বসানো উচিত।

Advertisement

আরও পড়ুন: মোদীর উত্তর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement