Omar Abdullah

‘আর ভদ্রতা দেখাতে পারছি না’! দিল্লি বিমানবন্দরকে গাল পেড়ে বললেন ওমর, কেন?

গত কয়েক দিন ধরেই দিল্লি বিমানবন্দরে বিমানের ওঠা-নামা ব্যাহত হচ্ছে। বহু বিমান বাতিল হচ্ছে। এর ফলে বিপাকে পড়ছেন যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১২:১৪
Share:

বিরক্ত ওমর আবদুল্লা। ছবি: এক্স।

জম্মু থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল বিমান। তাতে ছিলেন খোদ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। আকাশে তিন ঘণ্টা ধরে চরকিপাক খেয়েও গন্তব্যে পৌঁছয়নি সেই উড়ান, যেখানে বিমানে জম্মু থেকে দিল্লি যেতে সময় লাগে দেড় ঘণ্টা। রাত ১টায় জয়পুরে অবতরণ করে সেই দিল্লিগামী বিমান। শেষে সেখান থেকে দিল্লি পৌঁছয় রাত ৩টে নাগাদ। এজন্য দিল্লি বিমানবন্দরের ‘বিশৃঙ্খলা’কেই দুষেছেন ওমর। তিনি সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘আর ভদ্রতা দেখাতে পারছি না’।

Advertisement

গত কয়েক দিন ধরেই দিল্লি বিমানবন্দরে বিমানের ওঠা-নামা ব্যাহত হচ্ছে। বহু বিমান বাতিল হচ্ছে। এর ফলে বিপাকে পড়ছেন যাত্রীরা। বিমানবন্দরের তরফে দাবি করা হয়েছে, হাওয়ার দিক বার বার পরিবর্তনের কারণেই এই সমস্যা হচ্ছে। এর মধ্যে দিল্লি যেতে গিয়ে বিপাকে পড়লেন ওমর। সেই অভিজ্ঞতার কথা লিখলেন নিজের এক্স (সাবেক টুইটার অ্যাকাউন্ট) অ্যাকাউন্টে। দিল্লি বিমানবন্দরকে গালও পাড়লেন। তিনি লেখেন, ‘‘দিল্লি বিমানবন্দরে চরম অব্যবস্থা (মাফ করবেন, আমি আর ভদ্র থাকতে পারছি না)। জম্মু থেকে ওড়ার পরে তিন ঘণ্টা আকাশে। শেষে পথ বদল করে জয়পুরে নামে বিমান। রাত ১টার সময় আমি একটু খোলা হাওয়া নিতে বিমান থেকে নামলাম। জানি না কখন দিল্লি পৌঁছব।’’শেষ পর্যন্ত ওমরের বিমান দিল্লিতে পৌঁছয় রাত ৩টে।

দিল্লি বিমানবন্দরের তরফে বার বার যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, আন্তর্জাতিক এবং নিয়ামক প্রোটোকল মেনেই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে পদক্ষেপ করা হচ্ছে। যাত্রীদের বিমানসংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেও বলা হচ্ছে। যদিও তাতে যাত্রীদের অসন্তোষ কিছুমাত্র কমছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement