পরীক্ষা দুর্নীতিতে বিহারে ধৃত আয়োগ চেয়ারম্যান

চাকরি পরীক্ষায় দুর্নীতি-কাণ্ডে জড়িত অভিযোগে বিহার কর্মচারী নিয়োগ আয়োগের (এসএসসি) চেয়ারম্যান সুধীর কুমারকে গ্রেফতার করল পুলিশ। ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:০৪
Share:

সুধীর কুমার

চাকরি পরীক্ষায় দুর্নীতি-কাণ্ডে জড়িত অভিযোগে বিহার কর্মচারী নিয়োগ আয়োগের (এসএসসি) চেয়ারম্যান সুধীর কুমারকে গ্রেফতার করল পুলিশ। ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। প্রধান সচিব পদমর্যাদার ১৯৮৭ ব্যাচের ওই আইএএস অফিসারের চার আত্মীয়কেও গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল। ধৃতদের পটনার একটি অতিথি নিবাসে রাখা হয়েছে। সেখানেই চলছে জেরা পর্ব।

Advertisement

এই ঘটনায় ক্ষুব্ধ আইএএস অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, সুধীর কুমারকে ফাঁসানো হয়েছে। পটনা পুলিশের আইজি নৈয়ার হাসনান খান অবশ্য বলেছেন, ‘‘সুধীর কুমারের বিরুদ্ধে নির্দিষ্ট প্রমাণ আছে। ধৃতরা প্রশ্নপত্র ফাঁসে জড়িত।’’ পটনার এসএসপি মনু মহারাজ বলেন, ‘‘তদন্তে জানা গিয়েছে সুধীর কুমারের ভাগ্নে আশিস প্রশ্ন ফাঁস করেছিলেন। ধৃত কোচিং সেন্টারের কর্তা রামাশিস রায়ের সঙ্গে আশিসের সম্পর্ক ছিল। সুধীরের পরিবারের পাঁচ জন ওই পরীক্ষায় বসেছিলেন।’’

সুধীর কুমারের পাশে দাঁড়িয়েছেন আরজেডি সভাপতি লালুপ্রসাদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঁঝিও। লালুপ্রসাদ এ দিন বলেন, ‘‘উনি সৎ অফিসার। তাঁকে কোন পরিস্থিতিতে গ্রেফতার করা হয়েছে তা দেখতে হবে।’’ জিতনরাম বলেন, ‘‘সরকার পক্ষপাতিত্ব করে ওঁকে গ্রেফতার করেছে।’’ জেডিইউ মুখপাত্র সঞ্জয় সিংহ অবশ্য বলেন, ‘‘রাজ্যে আইনের শাসন চলছে। সব সামনে আসবে।’’ কংগ্রেসও তা সমর্থন করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement