টিভিকে নেতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়। ছবি: পিটিআই।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা নেতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়ের সভা বন্ধ রাখা দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হল পদপিষ্টে আহত এক ব্যক্তি।
সেন্থিলকান্নান নামে এক যুবক শনিবার পদপিষ্টের ঘটনায় আহত হন। ঘটনার ভয়াবহতা এবং এতগুলি মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়। এখানে ব্যবস্থাপনার চূড়ান্ত গাফিলতি রয়েছে। মানুষের নিরাপত্তাকে প্রহসনে পরিণত করা হয়েছে। উদ্যোক্তাদের পরিকল্পনার অভাব ছিল বলে অভিযোগ তুলেছেন সেন্থিলকান্নান। আর এই অভিযোগ তুলেই আদালতের কাছে আর্জি জানিয়েছেন, যত দিন না তদন্ত শেষ হবে, তত দিন বিজকে কোনও সভা করার অনুমতি যেন না দেওয়া হয়। সেই মর্মে তামিলনাড়ু পুলিশকে নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছেন আহত যুবক। পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক।
শনিবারের পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, প্রত্যাশার তুলনায় অনেক বেশি ভিড় হয়েছিল। এ ছাড়াও জনসভায় বিজয়ের দেরি করে আসাকেই পদপিষ্টের ঘটনার জন্য দায়ী করেছে পুলিশ। তামিলনাড়ু পুলিশের ভারপ্রাপ্ত ডিজি জি ভেঙ্কটরমন জানান, “সভার উদ্যোক্তারা ১০ হাজার লোকের জমায়েতের জন্য অনুমতি চেয়েছিলেন। কিন্তু তার তিন গুণ লোক সভায় যোগ দিয়েছিলেন।’’ ওই পুলিশ আধিকারিকের সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “এর আগে টিভিকে-র জনসভায় কখনও এত লোক হয়নি। কিন্তু এ বারের ভিড় প্রত্যাশার চেয়েও বেশি ছিল। ১০ হাজার মানুষের সমাগম হবে, এমনটা ধরে নিয়ে আমাদের কাছে বড় মাঠের জন্য আবেদন জানিয়েছিলেন উদ্যোক্তারা। কিন্তু প্রায় ২৭ হাজার মানুষ জড়ো হন ওই মাঠে।”