Rajasthan Crisis

নরসিংহকে খোঁচা, বাজপেয়ীয় স্তুতি গহলৌতের

গহলৌতের অভিযোগ, ১৯৯৩ এবং ১৯৯৬ সালে নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রিত্বের সময় রাজস্থানের বিজেপি মুখ্যমন্ত্রী ভৈরোঁ সিংহ শেখাওয়াতের সরকারকে ফেলার চেষ্টা হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২০ ১৭:০৮
Share:

‘সত্যের পাশে’ দাঁড়াতে বিধায়কদের আর্জি জানালেন অশোক গহলৌত। ছবি: পিটিআই।

সরকার বাঁচানোর বিষয়ে এখনও তিনি আত্মবিশ্বাসী। কিন্তু জয়সলমেরে ‘রিসর্ট-বন্দি’ দুই কংগ্রেস বিধায়ক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁর শিবিরে আতঙ্ক ছড়িয়েছে বলে ‘খবর’। এই পরিস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত সরকারপক্ষের বিধায়কদের ‘সত্যের পক্ষে’ একজোট থাকার আবেদন জানিয়ে চিঠি লিখলেন।

Advertisement

আগামী ১৪ অগস্ট রাজস্থান বিধানসভার অধিবেশন বসছে। সেখানেই আস্থা প্রস্তাব পেশ করতে পারেন গহলৌত। তার আগে শনিবার তাঁর শিবিরের প্রত্যেক বিধায়কের কাছে ব্যক্তিগত ভাবে চিঠি লিখেছেন। ‘করোনা অতিমারি পরিস্থিতি এবং সরকার ফেলার চেষ্টা’ শীর্ষক তিন পাতার চিঠিতে ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধীর পাশাপাশি তাৎপর্যপূর্ণ ভাবে অটলবিহারী বাজপেয়ীর কথা লিখেছেন গহলৌত। তাঁর মন্তব্য, ‘‘এঁরা সকলকেই ভোটে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল, কিন্তু কখনওই তাঁরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল হতে দেননি।’’

পাশাপাশি, অশোক গহলৌত তাঁর চিঠিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওয়ের ‘ভূমিকা’ সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, ১৯৯৩ এবং ১৯৯৬ সালে রাওয়ের প্রধানমন্ত্রিত্বের সময় রাজস্থানের বিজেপি মুখ্যমন্ত্রী ভৈরোঁ সিংহ শেখাওয়াতের সরকারকে ফেলার জন্য একই রকম চেষ্টা হয়েছিল। গহলৌত লিখেছেন, ‘‘আমি তখন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু নির্বাচিত সরকারকে উৎখাত করার এমন প্রচেষ্টার বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী (তথা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি) নরসিংহ রাও এবং রাজস্থানের তৎকালীন রাজ্যপাল বলিরাম ভগতের (বিহারের প্রাক্তন কংগ্রেস নেতা) কাছে প্রতিবাদ জানিয়েছিলাম।’’

Advertisement

আরও পড়ুন: লক্ষ্য আত্মনির্ভরতা, ১০১ প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের

সচিন পাইলট-সহ ১৯ জন কংগ্রেস বিধায়কের বিদ্রোহের জেরে মরুরাজ্যে কংগ্রেস সরকারের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিধায়ক কেনাবেচা করে গহলৌত সরকারের পতন ঘটাতে সক্রিয় হয়েছে বিজেপি। তবে গহলৌতের দাবি, ২০০ সদস্যের বিধানসভায় অন্তত ১০২ জন বিধায়কের সমর্থন তাঁর দিকে রয়েছে। বিধায়কদের উদ্দেশে চিঠিতে তিনি লিখেছেন, ‘‘আপনাদের সকলের কাছে আমার আবেদন গণতন্ত্র রক্ষা করুন। যে ভোটদাতারা আমাদের প্রতি আস্থা রেখেছেন, তাঁদের সামনে ভুল নজির স্থাপন করবেন না।’’ করোনা অতিমারির মধ্যে তাঁর সরকার নিরবচ্ছিন্ন ভাবে মানুষের জন্য কাজ করে চলেছে বলেও চিঠিতে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: সংক্রমণ কমার লক্ষণ নেই, দেশে নতুন আক্রান্তের সংখ্যা ৬৪,৩৯৯​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন