রাজ্যকে নিয়েই তিস্তা চুক্তি, জানাল কেন্দ্র

সীমান্তবর্তী রাজ্যগুলিকে অন্ধকারে রেখে তিস্তা চুক্তি নিয়ে এগোবে না বলে জানিয়ে দিল কেন্দ্র। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, মোদী সরকার রাজ্যকে অন্ধকারে রেখেই তিস্তা চুক্তি সারতে চাইছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০৩:২৩
Share:

সীমান্তবর্তী রাজ্যগুলিকে অন্ধকারে রেখে তিস্তা চুক্তি নিয়ে এগোবে না বলে জানিয়ে দিল কেন্দ্র। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, মোদী সরকার রাজ্যকে অন্ধকারে রেখেই তিস্তা চুক্তি সারতে চাইছে। শুক্রবার এ নিয়ে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের কোনও প্রতিক্রিয়া আমরা দিতে চাই না। শুধু বলতে চাই, এ ব্যাপারে আমরা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মেনেই চলছি।’’ তিনি জানান, এর আগে স্থলসীমান্ত চুক্তির ক্ষেত্রে কেন্দ্র যে শুধু সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে এগিয়েছে তাই নয়, অন্য অংশীদারদেরও পাশে নিয়েছে। গত কাল মমতা বলেছিলেন ২৫ মে প্রধানমন্ত্রী ঢাকায় গিয়ে তিস্তা চুক্তিতে সই করতে পারেন। কেন্দ্রীয় সূত্র জানাচ্ছে, এখনও পর্যন্ত এ রকম কোনও পরিকল্পনা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন