Amit Shah on Jammu and Kashmir

সময় এলেই রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর! জানালেন শাহ, লাদাখের সমস্যাও সমাধানের প্রতিশ্রুতি

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সম্প্রতি বলেছিলেন, তাঁর শপথ গ্রহণের এক বছর পরেও জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে না পাওয়ায় কাশ্মীর ও নয়াদিল্লির মধ্যে সমুদ্রসমান ফারাক রয়ে গিয়েছে। সেই কথার রেশ টেনেই শাহ বলেন, ‘‘উপযুক্ত সময়ে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩৬
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। — ফাইল চিত্র।

সঠিক সময় এলেই রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর। সঙ্গে লাদাখের জনগণের দাবিদাওয়াগুলিরও সমাধানসূত্র খোঁজা হবে। এ বার দুই কেন্দ্রশাসিত অঞ্চলকে আশ্বাস দিয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

শনিবার পটনায় এক সাংবাদিক বৈঠকে শাহ দাবি করেন, ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ অনেক কমেছে। সেখানকার চিত্রটাও আমূল বদলে গিয়েছে। গত ন’মাসে সেখানে কোনও স্থানীয় জঙ্গির খোঁজ মেলেনি বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ বলেন, ‘‘জম্মু ও কাশ্মীর, যেখানে ১৯৯০-এর দশক থেকেই বিচ্ছিন্নতাবাদ তীব্র আকার ধারণ করছিল, সেখানে এটি একটি গুণগত পরিবর্তন। আগে সীমান্তের ওপার থেকে জঙ্গিদের পাঠানোর কোনও প্রয়োজন পড়ত না পাকিস্তানের। তারা আমাদের শিশুদের হাতেই অস্ত্র তুলে দিত। এখন সেই পরিস্থিতি বদলেছে। এখন জম্মু-কাশ্মীরের মানুষ মনে করেন যে তাঁরা সমগ্র দেশের এবং সমগ্র দেশও তাঁদের।’’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে যে ভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে, পঞ্চায়েত, পুরনির্বাচন এবং বিধানসভা নির্বাচন হয়েছে, সে ভাবেই রাজ্যসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সম্প্রতি বলেছিলেন, তাঁর শপথ গ্রহণের এক বছর পরেও জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে না পাওয়ায় কাশ্মীর ও নয়াদিল্লির মধ্যে সমুদ্রসমান ফারাক রয়ে গিয়েছে। সেই কথার রেশ টেনেই শাহ বলেন, ‘‘উপযুক্ত সময়ে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।’’ শুধু তা-ই নয়, লাদাখের সাম্প্রতিক আন্দোলন এবং সেখানকার মানুষের দাবিদাওয়া নিয়েও লেহ এবং কার্গিলের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রের আলোচনা চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

ছ’বছর আগে, ২০১৯ সালের ৫ অগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা হয়। রাজ্যের তকমা হারায় জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়— জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। গত বছর জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হয়েছে। সরকার গঠনের পর থেকে আরও জোরালো হয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি। গত বছর বিধানসভা ভোটের আগে জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক দলগুলির অন্যতম প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হবে। এমনকি, ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচারে জম্মুতে গিয়েও এ নিয়ে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছিলেন, বিধানসভা ভোটের পরেই রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। তবে লোকসভা ভোট এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট মিটে গেলেও এখনও পর্যন্ত পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পায়নি জম্মু ও কাশ্মীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement