National news

বাড়ি থেকে টাকা আর গয়না চুরি করে শিক্ষিকার সঙ্গে পালাল কিশোর

বাড়ি থেকে কয়েক হাজার নগদ টাকা আর গয়না চুরি করে শিক্ষিকার সঙ্গে পালাল ১৪ বছরের এক কিশোর। তবে ওই কিশোর ছাত্র এবং শিক্ষিকার বাড়ির তরফ থেকে একে অন্যের উপর এর দায় চাপানো হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ১৫:১৫
Share:

প্রতীকী ছবি।

বাড়ি থেকে কয়েক হাজার নগদ টাকা আর গয়না চুরি করে শিক্ষিকার সঙ্গে পালাল ১৪ বছরের এক কিশোর। তবে ওই কিশোর ছাত্র এবং শিক্ষিকার বাড়ির তরফ থেকে একে অন্যের উপর এর দায় চাপানো হয়েছে। কিশোরের পরিবারের দাবি, ওই শিক্ষিকা তাকে ফুসলিয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গিয়েছেন। শিক্ষিকার পরিবারের তরফ থেকে পাল্টা জানানো হয়েছে, ওই ছাত্রই না কি তাঁকে অপহরণ করেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফরিদপুরে ১ ডিসেম্বর রাতে। ঘটনার চার দিন পর, সোমবার সকালে কিশোরের পরিবার শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের খবর পেয়ে পাল্টা অভিযোগ দায়ের করা হয় শিক্ষিকার পরিবারের তরফেও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ফরিদপুরেরই একটি স্কুলে পড়ে ওই কিশোর। ১ ডিসেম্বর রাত থেকে কিশোর এবং স্কুলের ওই শিক্ষিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জানা যায়, ওই শিক্ষিকার সঙ্গেই কিশোর পালিয়েছে। এমনকী, পালানোর দিন রাতে কিশোর বাড়ি থেকে নগদ ৮ হাজার টাকা এবং বেশ কিছু গয়নাও চুরি করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। বাড়ি ছাড়ার দিন থেকে এখনও পর্যন্ত ওই কিশোর বা শিক্ষিকা কেউই বাড়িতে যোগাযোগ করেননি বলে জানা গিয়েছে। ঘটনাটি নিয়ে বেশ ধন্দে রয়েছে পুলিশ। ফরিদপুর পুলিশের এসপি যমুনা প্রসাদ জানিয়েছেন, তাঁদের খোঁজ চলছে। খোঁজ না পাওয়া পর্যন্ত বলা সম্ভব নয় ঠিক কী হয়েছে।

আরও পড়ুন: পিত্তথলি নাকি পাথরের খাদান! রোগীর পেট থেকে মিলল ১১,৮১৬ স্টোন

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন