বস্তার

মাওবাদী হানায় হত এসটিএফ কর্তা

ছত্তীসগঢ়ের বস্তারে মাওবাদী হানায় নিহত হলেন স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর এক উচ্চপদস্থ অফিসার। জখম এক জওয়ানও। শুক্রবার রাত দু’টো নাগাদ হামলা চালায় মাওবাদীরা।

Advertisement

সংবাদ সংস্থা

রায়পুর শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০২:৫১
Share:

ছত্তীসগঢ়ের বস্তারে মাওবাদী হানায় নিহত হলেন স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর এক উচ্চপদস্থ অফিসার। জখম এক জওয়ানও।

Advertisement

শুক্রবার রাত দু’টো নাগাদ হামলা চালায় মাওবাদীরা। এসটিএফ-এর স্কোয়াড তখন নিয়মমাফিক তল্লাশি চালাচ্ছিল বস্তারের ধারবা এলাকার কাছে। ২০১৩-র মে মাসে এই ধারবা সংলগ্ন জিরাম ঘাটিতেই ভয়াবহ হামলা চালিয়েছিল মাওবাদীরা। মৃত্যু হয়েছিল ৩১ জনের। নিহতদের মধ্যে ছিলেন কংগ্রেসের শীর্ষ স্থানীয় বহু নেতা।

বেশ কিছু দিন ধরে গাছ ফেলে, রাস্তা খুঁড়ে ধারবা সংলগ্ন জগদলপুর থেকে সুকমাগামী জাতীয় সড়কটি অবরোধ করে রেখেছিল মাওবাদীরা। রাজ্য পুলিশের আইজি দীপাংশু কাবরা জানিয়েছেন, শুক্রবার রাতে এসটিএফ-এর স্কোয়াড ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের উপর চড়াও হয় মাওবাদীরা। যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে তারা। পাল্টা গুলি চালায় এসটিএফ-ও। ঘণ্টা দুয়েক গুলিযুদ্ধ চলে। তার পর গভীর জঙ্গলে পালিয়ে যায় মাওবাদীরা। গুলিতে নিহত কৃষ্ণপাল সিংহ এসটিএফ-এর অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কম্যান্ডান্ট হিসেবে কর্মরত ছিলেন। বেশ কয়েকটি গুলি লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গুলিতে অল্প জখম হয়েছেন কনস্টেবল সন্তোষ যাদব। জগদলপুরের হাসপাতালে এখন তিনি চিকিৎসাধীন। হামলার খবর মিলতেই জারি হয় সতর্কতা। ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত বাহিনী। হামলাকারীদের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। গুলিযুদ্ধে মাওবাদীদের কেউ আহত হয়েছে কি না, সে বিষয়ে কোনও খবর নেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন