সংসদ নোটবুক

সংসদে ঢোকার সময় কোথায় বন্দুক কাঁধে জওয়ানরা দাঁড়িয়ে থাকে, কোথায় তল্লাশি হয়—তার ভিডিও তুলে ফেসবুকে প্রচার করেছেন আপ সাংসদ ভগবন্ত মান। কৌতুকশিল্পী মানের এই কৌতুকে চটেছেন বিজেপি সাংসদরা।

Advertisement
শেষ আপডেট: ২২ জুলাই ২০১৬ ০৩:৩৯
Share:

মানের ভিডিও

Advertisement

সংসদে ঢোকার সময় কোথায় বন্দুক কাঁধে জওয়ানরা দাঁড়িয়ে থাকে, কোথায় তল্লাশি হয়—তার ভিডিও তুলে ফেসবুকে প্রচার করেছেন আপ সাংসদ ভগবন্ত মান। কৌতুকশিল্পী মানের এই কৌতুকে চটেছেন বিজেপি সাংসদরা। তাঁদের যুক্তি, একবার সংসদে হামলা হয়ে যাওয়ার পরেও এই বোকামি করা উচিত ছিল না। মান বলছেন, ‘‘এতে কী এমন বিপদ এসে পড়ল! আমি তো সংসদে কী ভাবে কাজ হয়, তা দেখাতে চেয়েছি।’’

Advertisement

আডবাণীর আপত্তি

তাঁকে নিয়ে লেখা বই। অথচ প্রকাশের আগেই আপত্তি তুললেন বিজেপি নেতা ও সাংসদ লালকৃষ্ণ আডবাণী। তাঁর তিন দশকের বেশি সময়ের সহযোগী বিশ্বম্ভর শ্রীবাস্তবের বই ‘আডবাণী কে সাথ ৩২ সাল’ শুক্রবারই প্রকাশ হওয়ার কথা। দিল্লির অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সুব্রহ্মণ্যম স্বামীরও। কিন্তু বইয়ে কিছু বিতর্কিত বিষয় রয়েছে, যা আডবাণীর পছন্দ নয়। তাঁর সম্মতি ছাড়াই বই প্রকাশ হচ্ছে।

আইরিশ দাওয়াই

কাশ্মীর সমস্যার সমাধানে আইরিশ দাওয়াই তৃণমূল সাংসদ অধ্যাপক সুগত বসুর। লোকসভায় কাশ্মীর প্রসঙ্গে বলতে গিয়ে এই আইরিশ মডেলের কথা বলেন তিনি। সুগতবাবুর যুক্তি, ‘‘টনি ব্লেয়ার যদি স্বাধীনতাকামী আইরিশ রিপাবলিকান আর্মির সঙ্গে আলোচনায় বসতে পারেন, তা হলে আমাদের সরকার কেন কাশ্মীরের মানুষের সঙ্গে বৈঠকে বসবে না?’’

কলকাতায় নীতীশ

মমতার আমন্ত্রণে আগামী সপ্তাহে কলকাতায় আসবেন নীতীশ কুমার। যোগ দেবেন পশ্চিমবঙ্গ সরকারের একটি অনুষ্ঠানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি নীতীশ। জেডিইউয়ের এক সাংসদ জানান, এ যাত্রায় কলকাতায় মমতার সঙ্গে দেখা করার সুযোগ ছাড়তে চান না বিহারের মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement