National News

গৌরী লঙ্কেশ হত্যার তীব্র নিন্দা দেশ জুড়ে, রিপোর্ট চেয়ে পাঠালেন রাজনাথ

গোটা দেশে গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ শুরু হল। বিভিন্ন শহরে প্রতিবাদ সভা ডেকেছেন সাংবাদিকরা। বেঙ্গালুরুতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষও।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৫৭
Share:

গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ। ছবি: এএফপি।

গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ শুরু হল বেঙ্গালুরুতে। খুন হয়ে যাওয়া সাংবাদিকের ছবি নিয়ে রাস্তায় নামলেন বহু মানুষ। গোটা দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকরা তীব্র নিন্দা করেছেন এই ঘটনার। বিভিন্ন শহরে সাংবাদিকরা আজ প্রতিবাদ সভার ডাক দিয়েছেন। কর্নাটকের প্রখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশকে মঙ্গলবার রাতে তাঁর বাড়ির সামনেই গুলি করে খুন করেছে তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, ‘‘গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য সরকারের কাছ থেকে।

Advertisement

পশ্চিম বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগরে গত রাতে নিজের বাড়ির সামনেই খুন হয়ে গিয়েছেন সাংবাদিক গৌরী লঙ্কেশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে বাড়ি ফিরে গাড়ি পার্ক করে গৌরী লঙ্কেশ যখন বাড়ির দরজা খুলছিলেন, ঠিক তখনই হামলা হয়। বাইকে চড়ে হানা দেওয়া তিন আততায়ী মোট সাতটি গুলি ছোড়ে ওই সাংবাদিককে লক্ষ্য করে। চারটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু দু’টি গুলি লাগে তাঁর বুকে, একটি লাগে কপালে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন গৌরী। তাঁর দেহ যখন উদ্ধার করা হয়, তখন ঘটনাস্থল রক্তে ভাসছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আততায়ীদের মাথায় হেলমেট ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তারা ভাড়াটে খুনি বলেও প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। খুনিদের ধরতে কর্নাটক সরকার ইতিমধ্যেই তিনটি দল গঠন করেছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে ইতিমধ্যেই এক জনকে চিহ্নিত করা গিয়েছে।

Advertisement

সাংবাদিক হত্যার বিরুদ্ধে যে ভাবে প্রতিবাদ শুরু হয়েছে গোটা দেশে, তাতে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকারও। রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। ছবি: পিটিআই।

ক্ষমতাসীনদের বিরুদ্ধে শাণিত সমালোচনা এবং কট্টরবাদের তীব্র বিরোধিতার জন্য বিখ্যাত ছিল গৌরী লঙ্কেশের কলম। ‘‘এর থেকে প্রমাণ হচ্ছে যে কোনও বিরোধী কণ্ঠস্বরকে সহ্য করা হবে না।’’ বলেছেন আইনজীবী বি টি বেঙ্কটেশ। গৌরীর বিরুদ্ধে এক বিজেপি সাংসদের দায়ের করা মানহানির মামলায় এই আইনজীবী লড়েছিলেন গৌরীর হয়ে। বেঙ্গালুরুতে আয়োজিত প্রতিবাদ সভায় বুধবার অনেকেই গৌরী লঙ্কেশের ছবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে সামিল হন। পোস্টারে লেখা ছিল, ‘আমিও গৌরী’।

আরও পড়ুন: গেরুয়া শিবিরের কট্টর সমালোচক সাংবাদিক গৌরী লঙ্কেশ বাড়িতেই খুন

প্রখ্যাত কন্নড় সাংবাদিক পি লঙ্কেশের মেয়ে গৌরী লঙ্কেশ। তিনি নিজে একটি পত্রিকা চালাতেন, যেখানে মাঝেমধ্যেই তিনি নকশালপন্থীদের পুনর্বাসনের পক্ষে সওয়াল করতেন এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লিখতেন। বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লিখতেন তিনি। দক্ষিণপন্থী রাজনীতির বিরোধিতায় বার বার সরব হয়েছেন বলেই তাঁকে খুন করা হল বলে গোটা দেশের সাংবাদিক মহল মনে করছে। সাংবাদিক নলিনী সিংহের কথায়, ‘‘গৌরী লঙ্কেশের হত্যা গোটা সাংবাদিক সমাজের হৃদপিণ্ডে ছিদ্র করে দিয়েছে। আমরা কি ধীরে ধীরে অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছি?’’

আরও পড়ুন: গো-রক্ষকদের তাণ্ডব বন্ধে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

দেশজোড়া নিন্দা এবং বিক্ষোভের মুখে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকারও। এই হত্যাকাণ্ডের বিষয়ে কর্নাটক সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন