ওয়েসাইটে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখার ফলে ‘ত্রুটি’ ধরা পড়ায় তার বিরুদ্ধে ডান-বাম বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা আজ ত্রিপুরা মাধ্যমিক পর্ষদের (টিবিএসই) অফিসের সামনে বিক্ষোভ দেখাল। উত্তেজিত ছাত্রদের একাংশ পর্ষদ অফিসে ইটপাটকেলও ছোড়ে। পরিস্থিতি সামলাতে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। পুলিশ সুপার জানান: এসএফআই, এনএসইউআই, এবং এবিভিপি’র সদস্যরা পর্ষদের অফিসের সামনে দুপুরে বিক্ষোভ দেখায়। পর্ষদ সচিবের কাছে ডেপুটেশন দিয়ে ছাত্র সংগঠনের সদস্যরা ফিরে যায়।