দুই ছাত্রের দেহ উদ্ধার

স্কুলের ঘরে মিলল দুই কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ। ডিব্রুগড়ের দুলিয়াজানের ঘটনা। পুলিশ জানায় ভাদই জুনিয়র কলেজের দুই ছাত্র প্রশান্ত চেতিয়া ও বিপ্লব গগৈ গত কাল রাতে বাড়ি ফেরেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০৩:১১
Share:

স্কুলের ঘরে মিলল দুই কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ। ডিব্রুগড়ের দুলিয়াজানের ঘটনা। পুলিশ জানায় ভাদই জুনিয়র কলেজের দুই ছাত্র প্রশান্ত চেতিয়া ও বিপ্লব গগৈ গত কাল রাতে বাড়ি ফেরেনি। আজ সকালে চিচিয়া-বকুলনি স্কুলের ভিতর থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মহত্যা। অবশ্য কেন দুই ছাত্র এমন করল তা জানা যায়নি। তদন্ত চলছে।

Advertisement

অন্য দিকে, রঙিয়ার জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রাবাসে থাকা নবম শ্রেণির এক ছাত্র র‌্যাগিংয়ের শিকার হয়ে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করল। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, স্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্র তার কাছ থেকে জোর করে টাকা আদায় করত ও অত্যাচার চালাত। অত্যাচারে অতিষ্ঠ হয়ে ১৭ অগস্ট ছাত্রটি অ্যাসিড খায়। চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। ঘটনার পরে চাইল্ড ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারপার্সন রুনুমি গগৈ, কামরূপের অতিরিক্ত জেলাশাসক অনুরূপা বরুয়া, মহকুমাধিপতি কৈলাশ কার্তিকরা স্কুলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। স্কুলের ছাত্ররা সেখানকার মন্দ পরিকাঠামো, বাজে খাবার, অপরিচ্ছন্নতা নিয়েও অভিযোগ জানায়। আত্মহত্যার চেষ্টা করা ছাত্রের মা গত কাল সন্ধ্যায় এই ঘটনা চাপা দেওয়া ও ভয় দেখানোর অভিযোগ জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক টি এন ত্রিপাঠীর বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement