বিষেই মৃত্যু সুনন্দার, বলল এফবিআই রিপোর্টও

সুনন্দা পুষ্কর মৃত্যু রহস্যে নতুন করে চাপ বাড়ল প্রাক্তন কংগ্রেস সাংসদ ও মন্ত্রী শশী তারুরের। শুক্রবার এফবিআইয়ের রিপোর্টে দাবি করা হয়েছে, বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে সুনন্দার। ফলে প্রাক্তন কংগ্রেস সাংসদকে ফের পুলিশি জেরার সম্ভাবনা বাড়ছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ১৫:৩৫
Share:

সুনন্দা পুষ্কর মৃত্যু রহস্যে নতুন করে চাপ বাড়ল প্রাক্তন কংগ্রেস সাংসদ ও মন্ত্রী শশী তারুরের। শুক্রবার এফবিআইয়ের রিপোর্টে দাবি করা হয়েছে, বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে সুনন্দার। ফলে প্রাক্তন কংগ্রেস সাংসদকে ফের পুলিশি জেরার সম্ভাবনা বাড়ছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির চাণক্যপুরীর এক হোটেলে উদ্ধার হয় সুনন্দা পুষ্করের দেহ। ময়নাতদন্ত থেকে ভিসেরা রিপোর্ট, বিভিন্ন সময়ে বিভিন্ন রিপোর্টে মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। এইমসের চিকিত্সক সুধীর গুপ্ত জানিয়েছিলেন, সুনন্দার পাকস্থলীতে বিষের অস্তিত্ব মিলেছে। সেই রিপোর্টকেই কার্যত মেনে নিল এফবিআই। পুলিশ সূত্রে খবর, শীঘ্রই ফের এক দফা জেরা করা হবে শশী তারুরকে।

এ দিনই এফবিআইয়ের রিপোর্ট হাতে পেয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ কমিশনার বি এস বাসসি বলেন, “মেডিক্যাল বোর্ডের রিপোর্ট আমরা পেয়েছি। রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement