ভোটের মধ্যেই প্রহরী বদল

পাঁচ রাজ্যে নির্বাচনের মধ্যেই মেয়াদ ফুরোচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়তের। ৭ ডিসেম্বর তেলঙ্গানা ও রাজস্থানের বিধানসভা ভোট। ১১ তারিখে পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশ। তার আগে ডিসেম্বরের ২ তারিখে রাওয়তের হাত থেকে দায়িত্ব নেবেন আর এক নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ০৩:৫১
Share:

সুনীল অরোরা।— ফাইল চিত্র।

পাঁচ রাজ্যে নির্বাচনের মধ্যেই মেয়াদ ফুরোচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়তের। ৭ ডিসেম্বর তেলঙ্গানা ও রাজস্থানের বিধানসভা ভোট। ১১ তারিখে পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশ। তার আগে ডিসেম্বরের ২ তারিখে রাওয়তের হাত থেকে দায়িত্ব নেবেন আর এক নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সোমবার শীর্ষ পদে অরোরার নিয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Advertisement

গত বছর সেপ্টেম্বরে নসীম জৈদী অবসর নেওয়ার পরে রাওয়ত মুখ্য নির্বাচন কমিশনার হন। আর তাঁর জায়গায় নির্বাচন কমিশনার পদে আসেন ১৯৮০-র ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস সুনীল অরোরা। তথ্য ও সম্প্রচার সচিবের দায়িত্ব পালন করেছে ৬২ বছরের অরোরা। সামলেছেন অর্থ, বয়ন ও যোজনা কমিশনের নানা গুরুত্বপূর্ণ পদ। যুগ্মসচিব ছিলেন বিমান মন্ত্রকে।

ইন্ডিয়ান এয়ারলাইন্সের চেয়্যারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ছিলেন পাঁচ বছর। তিন বছর মেয়াদে এই পদে নিযুক্ত হলেও পরে তা আরও দু’বছর বাড়ানো হয়।

Advertisement

ওমপ্রকাশ রাওয়ত মুখ্য নির্বাচন কমিশনার পদে এসে ইভিএম-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ মুছতে ভিভিপ্যাট ব্যবহারে উদ্যোগী হন। ভুয়ো খবর মোকাবিলায়ও সচেষ্ট হন।

নির্বাচন চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনার পরিবর্তনের নজির বিশেষ না থাকলেও একে অস্বাভাবিক বলে মনে করছেন না আমলারা। তবে নতুন নির্বাচন কমিশনার কে হবেন, কংগ্রেস এখন সে দিকেই নজর রাখছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন