Supreme Court on Menstrual Health

ঋতুকালীন স্বাস্থ্যবিধি মৌলিক অধিকার, স্কুলে বিনামূল্যে দিতে হবে স্যানিটারি ন্যাপকিন! সব রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য সংক্রান্ত একটি মামলা ২০২৪ সাল থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন। শুক্রবার বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ২১:৪১
Share:

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে স্কুলে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সকল স্কুলছাত্রীর জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনের বন্দোবস্ত করতে হবে। রাজ্যগুলিকে শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, প্রত্যেক স্কুলে পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা রাখতে হবে। ছাত্রীরা চাইলে বিনামূল্যেই যেন তা পায়, কর্তৃপক্ষ তা নিশ্চিত করবেন। সরকারি হোক বা বেসরকারি, যে কোনও স্কুলের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে বলে জানিয়েছে আদালত। স্কুলে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থাও করতে হবে।

Advertisement

মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য সংক্রান্ত একটি মামলা ২০২৪ সাল থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন। শুক্রবার বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালতের পর্যবেক্ষণ, ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষিত করা সংবিধানস্বীকৃত মৌলিক অধিকারের মধ্যেই পড়া। যে কোনও ছাত্রী ওই অধিকার দাবি করতে পারে। ভারতীয় সংবিধানের ২১ নম্বর ধারায় বর্ণিত অধিকারের কথা এ প্রসঙ্গে উল্লেখ করেছে আদালত। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। আদালত জানিয়েছে, প্রত্যেক স্কুলে ছেলে এবং মেয়েদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থা রাখতে হবে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, সরকারি, সরকার-পোষিত সমস্ত স্কুলে রাখতে হবে প্রতিবন্ধীদের জন্য বিশেষ শৌচালয়ও। যদি কোনও স্কুলে ছাত্রীদের জন্য স্যানিটারি প্যাড বা শৌচালয়ের ব্যবস্থা না-থাকে, তবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে আদালতের কাছে জবাবদিহি করতে হবে। কোনও বেসরকারি স্কুল এই নিয়ম না-মানলে সংশ্লিষ্ট স্কুলের স্বীকৃতি বাতিল করা হতে পারে বলে জানিয়েছে আদালত।

Advertisement

স্কুলছাত্রীদের ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষিত করার আবেদন জানিয়ে ২০২৪ সালের ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল। কোনও নির্দিষ্ট রাজ্যের জন্য নয়, এ বিষয়ে সারা দেশে একই ধরনের নিয়ম চেয়েছিলেন মামলাকারী। ওই মামলায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের কথা বলা হয়েছিল। শুক্রবার সেই মামলায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিল শীর্ষ আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement