Delhi Pollution

পড়ুয়াদের গ্যাস চেম্বারে ফেলে দেওয়ার শামিল! দিল্লির স্কুলগুলিতে এখনই ক্রীড়া প্রতিযোগিতায় সায় নেই সুপ্রিম কোর্টের

আদালতের পর্যবেক্ষণ, নভেম্বর-ডিসেম্বরের এমন পরিস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার অর্থ, খুদে স্কুল পড়ুয়াদের ‘গ্যাস চেম্বার’-এর মধ্যে ফেলে দেওয়া। তাই সিএকিউএম-কে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করার জন্য বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৫:০৭
Share:

দিল্লির রাস্তায় স্কুলপড়ুয়ারা। ছবি: পিটিআই।

দিল্লির দূষণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। সাধারণত শীতের মরসুমেই বিভিন্ন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। তবে উদ্ভূত পরিস্থিতিতে ক্রীড়ানুষ্ঠানগুলি অন্য সময়ে আয়োজন করার জন্য বলল আদালত। সুপ্রিম কোর্ট চাইছে যে মাসগুলিতে দিল্লিতে দূষণ কম থাকে, সেই মাসগুলিতে এই ক্রীড়ানুষ্ঠান আয়োজিত হোক। এই মর্মে দিল্লির বায়ুদূষণ নিয়ন্ত্রক সংস্থা ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ বা সিএকিউএম-কে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে বলেছে আদালত।

Advertisement

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে দিল্লি দূষণ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে আদালতবান্ধব (অ্যামিকাস কিউরি) হিসাবে নিযুক্ত আইনজীবী অপরাজিতা সিংহ জানান, নভেম্বর-ডিসেম্বর মাসে দিল্লিতে স্কুলপড়ুয়াদের আন্তঃ-আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে সরকার। এই দু’মাসে বাতাসের গুণমান সবচেয়ে বেশি খারাপ থাকে বলে আদালতে জানান তিনি। এই দূষণের মধ্যে পড়ুয়ারা বাইরে খেলাধুলো করলে তাঁদের শারীরিক সুস্থতা নিয়েও উদ্বেগ দানা বাঁধে বলে জানান তিনি।

আদালতের পর্যবেক্ষণ, নভেম্বর-ডিসেম্বরের এমন পরিস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার অর্থ খুদে স্কুলপড়ুয়াদের ‘গ্যাস চেম্বার’-এর মধ্যে ফেলে দেওয়া। তাই সিএকিউএম-কে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করার জন্য বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

Advertisement

দিল্লিতে বাতাসের গুণগত মান গত সপ্তাহেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। গত ১২ নভেম্বরের শুনানিতেও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আইনজীবী অপরাজিতা। দূষণের মাত্রা কমাতে একটি পোক্ত নীতি প্রণয়নের পরামর্শও দেন তিনি। বুধবার ফের এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। অপরাজিতা বলেন, “আমি গত ২০ বছর ধরে এই সংক্রান্ত বিষয়গুলি দেখছি। সরকার আসছে, যাচ্ছে। কিন্তু বাস্তব পরিস্থিতিতে কিছুই বদল আসছে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement