Encounter with Maoists

ছত্তীসগঢ়-মধ্যপ্রদেশ সীমান্তে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই! নিহত পুলিশকর্মী, অন্ধ্রপ্রদেশে অভিযানে ধৃত ৫০

বুধবার সকালে ছত্তীসগঢ়-মধ্যপ্রদেশ সীমানার কাঙ্ঘুরার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশ পুলিশের এক কর্মীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৫:০৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ছত্তীসগঢ়-মধ্যপ্রদেশ সীমান্তে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল মধ্যপ্রদেশের এক পুলিশকর্মীর। একই দিনে কড়া হাতে মাওবাদী দমন অভিযান শুরু হল গোটা অন্ধ্রপ্রদেশ জুড়েও। গ্রেফতার হলেন নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) পার্টির অন্তত ৫০ জন সদস্য।

Advertisement

বুধবার সকালে ছত্তীসগঢ়-মধ্যপ্রদেশ সীমানার কাঙ্ঘুরার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশ পুলিশের এক কর্মীর। রাজনন্দগাঁও রেঞ্জের আইজি অভিষেক শাণ্ডিল্য জানিয়েছেন, ছত্তীসগঢ়ের বোর্তালভ অঞ্চলে কাঙ্ঘুরার জঙ্গলে অভিযান চালাচ্ছিল দুই রাজ্যের নিরাপত্তা কর্মীদের একটি যৌথবাহিনী। সে সময়েই আচমকা মাওবাদীদের সঙ্গে তাঁদের গুলির লড়াই শুরু হয়। তাতেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, নিহত ব্যক্তি মধ্যপ্রদেশ পুলিশের হক ফোর্সের সাব-ইন্সপেক্টর ছিলেন। ওই ঘটনার পর এলাকা জুড়ে নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে বলে খবর।

অন্য দিকে, সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার অন্ধ্রের পাঁচটি জেলায় পৃথক পৃথক অভিযানে অন্তত ৫০ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। বুধবার বিজয়ওয়াড়ায় এক সাংবাদিক বৈঠকে অন্ধ্রের গোয়েন্দাকর্তা এডিজি মহেশচন্দ্র লাড্ডা বলেন, ‘‘মাড়বী হিডমার মৃত্যুর পর আমরা রাজ্যের পাঁচটি জেলা জুড়ে যৌথ অভিযান শুরু করেছি। এখনও পর্যন্ত ৫০ জন সিপিআই (মাওবাদী) সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement

মঙ্গলবার আলুরি সীতারামারাজু জেলার মারেদুমিলির জঙ্গলে এক সংঘর্ষে নিহত হন মাওবাদীদের শীর্ষনেতা মাড়বী হিডমা। তাঁর স্ত্রী-সহ আরও পাঁচ জনের মৃত্যু হয় ওই হামলায়। তার পর থেকে বাকি মাওবাদীদের খোঁজে তল্লাশি জারি ছিল অন্ধ্রে। বুধবার সকালেই নিরাপত্তাবাহিনী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও সাত মাওবাদীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন মহিলাও রয়েছেন বলে খবর। বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ৪৫টি অস্ত্র, ২৭২ রাউন্ড কার্তুজ, দু’টি ম্যাগাজ়িন, ৭৫০ গ্রাম তার এবং বিস্ফোরক তৈরির নানা সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement