সুপ্রিম কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
অপারেশন সিঁদুরের সময় সাংবাদিক বৈঠক করে প্রচারের আলোয় উঠে এসেছিলেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি। তাঁর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় মধ্যপ্রদেশের মন্ত্রী কুঁয়ার বিজয় শাহের বিরুদ্ধে মামলা চালাতে মধ্যপ্রদেশ সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে ঢিলেমি করার জন্য আজ রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত।
কুরেশি অপারেশন সিঁদুরের সাংবাদিক বৈঠক করার পরে শাহ মন্তব্য করেছিলেন, ‘‘যারা আমাদের বোনেদের বৈধব্য দিয়েছে, তাদেরই এক বোনকে আমরা পাঠিয়েছি তাদেরই শিক্ষা দিতে।’’
মন্ত্রীর এমন মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। শাহের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল (সিট)। তবে সিটের অনুরোধ সত্ত্বেও কী কারণে মামলার ছাড়পত্র দিতে দেরি করা হল, তা নিয়ে আজ প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশের পরেই সিট গঠন করা হয়েছিল। বিচারপতিরা রাজ্য সরকারকে বলেন, ‘‘গত বছরের ১৯ অগস্ট থেকে আপনারা সিটের রিপোর্টের উপর বসে রয়েছেন। আজ ১৯ জানুয়ারি হয়ে গেল।’’
বন্ধ খামে পেশ করা রিপোর্ট পর্যবেক্ষণ করে আদালত জানিয়েছে, তদন্তের পরই মন্ত্রীর বিরুদ্ধে মামলা চালানোর কথা বলেছে সিট। ফলে এই পরিস্থিতিতে দ্রুত মামলার ছাড়পত্র দেওয়ার বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করার জন্য মধ্যপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে