Khidderpore Arms Recovery

খিদিরপুর থেকে অস্ত্র উদ্ধারে জেরা বিজেপি নেতা রাকেশকে

গত ২৯ ডিসেম্বর রাতে খিদিরপুরের অরফ্যানগঞ্জ থেকে ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ রাজেশকুমার সাউ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১০:০১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গত বছরের শেষ দিকে খিদিরপুরের অরফ্যানগঞ্জে একটি বাড়ির মাটি খুঁড়ে ১১টি অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল একজনকে। এ বার সেই ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিংহকে হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, গত সপ্তাহে আদালতের নির্দেশে রাকেশকে হেফাজতে নিয়েছেন আলিপুর থানার তদন্তকারীরা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সে পুলিশি হেফাজতে থাকবে। তবে, রাকেশকে হেফাজতে নিয়ে জেরা শুরু করলেও তার এক ছেলে এখনও পলাতক। প্রসঙ্গত, অস্ত্র উদ্ধারের এই ঘটনায় পুলিশের দায়ের করা অভিযোগে রাকেশের সঙ্গে নাম রয়েছে তার ছোট ছেলেরও।

গত ২৯ ডিসেম্বর রাতে খিদিরপুরের অরফ্যানগঞ্জ থেকে ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ রাজেশকুমার সাউ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। যে বাড়িটি থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল, সেখানেই থাকত রাজেশ। সে রাকেশের সঙ্গী বলে পুলিশের দাবি। এক পুলিশ অফিসার জানান, যে এলাকা থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল, সেই এলাকাটি রাকেশের নিয়ন্ত্রণাধীন। তার ইশারা ছাড়া সেখানে কিছু হয় না। সেই কারণে তদন্তকারীদের ধারণা, ওই অস্ত্র কোথা থেকে এসেছিল, কী কারণেই বা সেগুলি আনা হয়েছিল— সে সব প্রশ্নের উত্তর রাকেশ দিতে পারবে।

পুলিশ জানিয়েছে, কসবা থানা এলাকায় এক ব্যক্তিকে মারধরের ঘটনায় জেল হেফাজতে ছিল রাকেশ। সেখান থেকেই তাকে আলিপুর থানার পুলিশ অস্ত্র উদ্ধারের ঘটনায় নিজেদের হেফাজতে নিয়েছে। বর্তমানে রাকেশ পুলিশি হেফাজতে থাকলেও তাকে রাখা হয়েছে লালবাজারের সেন্ট্রাল লক-আপে। প্রতিদিন সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হচ্ছে আলিপুর থানায়। জেরা করার পরে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে। তবে পুলিশ একই সঙ্গে এ-ও জানিয়েছে, ওই অস্ত্র কোথা থেকে এবং কী কারণে আনা হয়েছিল, রাকেশকে জেরা করে এখনও পর্যন্ত সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন