Indian Athlete Dev Meena

হেনস্থার শিকার ভারতীয় অ্যাথলিট! টিকিট পরীক্ষক ট্রেন থেকে নামিয়ে দিলেন জাতীয় রেকর্ডের মালিককে

দেব মীনার দখলে রয়েছে জাতীয় রেকর্ড। ২০২৫ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি। সেই ক্রীড়াবিদকেই টিকিট পরীক্ষক ট্রেন থেকে নামিয়ে দিয়েছেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১১:৩৯
Share:

দেব মীনা। ছবি: এক্স।

প্রতিযোগিতা থেকে ফেরার পথে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক অ্যাথলিট। পোল ভল্টে জাতীয় রেকর্ডের মালিক দেব মীনাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, দেবের পাশাপাশি নামিয়ে দেওয়া হয় আর এক অ্যাথলিট কুলদীপ যাদবকে। তাঁদের পোল নিয়ে ট্রেনে উঠতে দেননি টিকিট পরীক্ষক।

Advertisement

ঘটনাটি ঘটেছে পনভেল স্টেশনে। ‘অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ’ খেলে ফিরছিলেন দুই অ্যাথলিট। ফেরার পথে ভারতীয় রেলের এক টিকিট পরীক্ষক যে তাঁকে হেনস্থা করেছেন তা ভিডিয়োবার্তায় জানিয়েছেন দেব। ভিডিয়োয় দেব জানান, একটি ট্রেন থেকে তাঁদের নামিয়ে দিয়েছেন টিকিট পরীক্ষক। পনভেল স্টেশনে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন ধরার অপেক্ষা করছেন তাঁরা। টিকিট পরীক্ষককে তাঁরা অনেক বুঝিয়েছেন যে, পোল তাঁদের খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। তার পরেও তাঁদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি।

দেব প্রশ্ন করেছেন, এ ভাবেই কি ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে ব্যবহার করা হয়। তিনি জাতীয় রেকর্ডের মালিক। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে নামেন। তাঁর সঙ্গে এমন ব্যবহার হলে জুনিয়র অ্যাথলিটদের সঙ্গে কেমন ব্যবহার হয়, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এই বিষয়ে অবশ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেলের তরফে কিছু জানানো হয়নি।

Advertisement

মধ্যপ্রদেশের অ্যাথলিট দেব ২০২৫ সালের এপ্রিল মাসে ‘ন্যাশনাল ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ’ ৫.৩৫ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েন। তার আগে উত্তরাখণ্ড ন্যাশনাল গেমসে ৫.৩২ মিটার লাফিয়েছিলেন তিনি। অর্থাৎ, নিজের রেকর্ডই নিজে ভাঙেন দেব। সেই অ্যাথলিটই এ বার অভিযোগ করলেন ভারতীয় রেলের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement