PIL

Supreme Court of India: আধার-ভোটার কার্ড মামলা শুনল না সুপ্রিম কোর্ট

 ২০২১ সালের নির্বাচনী আইন সংশোধনীর মাধ্যমে আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযোগের পদক্ষেপ করেছে নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ০৭:৩১
Share:

ফাইল চিত্র।

আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযোগের আইনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালাকে এই মামলা নিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হতে নির্দেশ দিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ।

Advertisement

২০২১ সালের নির্বাচনী আইন সংশোধনীর মাধ্যমে আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযোগের পদক্ষেপ করেছে নরেন্দ্র মোদী সরকার। তাদের দাবি, এতে ভুয়ো ভোটার কমবে। এ বিষয়ে বিরোধীদের অবশ্য পাল্টা দাবি, এর ফলে নাগরিক নন এমন অনেকেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ শশী তারুরের মত,‘‘আধারকে ভারতে বসবাস করার প্রমাণ হিসেবে গণ্য করার কথা ছিল। সেটিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করার কথা নয়।’’

এই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সুরজেওয়ালা। আজ শুনানিতে বিচারপতিরা বলেন, ‘‘আপনি দিল্লি হাই কোর্টে যাচ্ছেন না কেন?’’ জবাবে সুরজেওয়ালার আইনজীবী বলেন, ‘‘তিনটি রাজ্যে শীঘ্রই ভোট হবে। তিন হাই কোর্টের রায় ভিন্ন ভিন্ন হতে পারে।’’ বিচারপতিরা বলেন, ‘‘একই মামলা বিভিন্ন হাই কোর্টে চললে সেগুলি একত্রিত করার জন্য কেন্দ্র সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে। তখন সেগুলিকে একটি হাই কোর্টে পাঠানো যেতে পারে। এ ক্ষেত্রে মামলার বিচার করার এক্তিয়ার হাই কোর্টের আছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন