কড়া হল সুপ্রিম কোর্ট

পেশার নিয়ম ভেঙে উকিলদের দুর্ব্যবহার প্রসঙ্গে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। এ দিন উত্তরপ্রদেশের এটাওয়ার বিচারককে ভীতি প্রদর্শনের মামলায় মণিপাল সিংহ রানা নামে এক আইনজীবীর বিরুদ্ধে‌ রায় দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ০৩:৪৬
Share:

পেশার নিয়ম ভেঙে উকিলদের দুর্ব্যবহার প্রসঙ্গে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। এ দিন উত্তরপ্রদেশের এটাওয়ার বিচারককে ভীতি প্রদর্শনের মামলায় মণিপাল সিংহ রানা নামে এক আইনজীবীর বিরুদ্ধে‌ রায় দিয়েছে শীর্ষ আদালত। সেই রায়েই বিচারপতি দাভের বেঞ্চ জানায়, ‘‘পেশার নিয়ম ভাঙা-সহ আইনজীবী আইনের সব দিক খতিয়ে দেখুক আইন কমিশন। ছ’মাসের মধ্যে তাদের রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র উপযুক্ত পদক্ষেপ করবে বলে আমাদের আশা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement