ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি যাতে কমানো যায়, তা নিয়ে নির্দেশের আর্জিতে মামলা হয় সুপ্রিম কোর্টে। শুক্রবার সেটি খারিজ করে দিয়েছে আদালত। — ফাইল চিত্র।
ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত। এই আর্জিতে সম্প্রতি এক মামলা হয় সুপ্রিম কোর্টে। শুক্রবার ওই মামলা খারিজ করে শীর্ষ আদালতের মন্তব্য, “আমরা কি তা হলে সকলে চাঁদে পাঠিয়ে দেব!”
শুক্রবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার এজলাসে শুক্রবার মামলাটি শুনানির জন্য ওঠে। মামলাকারীর দাবি, আগে শুধুমাত্র দিল্লিকেই তীব্র ভূকম্পনপ্রবণ এলাকা বলে মনে করা হত। কিন্তু বর্তমানে ভারতের প্রায় ৭৫ শতাংশ জনসংখ্যাই তীব্র ভূকম্পনপ্রবণ এলাকার মধ্যে রয়েছে বলে দাবি মামলাকারীর। এই কারণে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি যাতে কমানো যায়, সেই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জি জানান তিনি।
তবে সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির বেঞ্চের মন্তব্য, “তা হলে কি আমাদের উচিত সকলে চাঁদে পাঠিয়ে দেওয়া?” মামলার গ্রহণযোগ্যতা বোঝানোর জন্য জাপানের প্রসঙ্গও টানেন মামলাকারী। জাপানের সাম্প্রতিক ভূমিকম্পের কথা এজলাসে উল্লেখ করেন তিনি। তবে ওই যুক্তিও গ্রহণযোগ্য বলে মনে করেনি আদালত। সুপ্রিম কোর্ট বলে, “তা হলে তো আমাদের আগে এ দেশে আগ্নেয়গিরি নিয়ে আসতে হবে। তার পরে আমরা জাপানের সঙ্গে তুলনা করতে পারব।”
দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কমানোর জন্য কিছু করণীয় থাকলে, তার জন্য সরকার রয়েছে। সরকারই সেই পদক্ষেপ করবে। আদালত এ বিষয়ে কিছু করতে পারে না।