দেশ জুড়ে দেওয়ানি মামলার রায় কার্যকরে দেরি হওয়া নিয়ে উদ্বেগ সুপ্রিম কোর্টের। —প্রতীকী চিত্র।
দেওয়ানি মামলায় বিভিন্ন আদালতের দেওয়া ৮ লক্ষ ৮২ হাজারেরও বেশি রায় কার্যকর হয়নি। এই পরিসংখ্যান দেখে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি পঙ্কজ মিঠলের বেঞ্চের মন্তব্য, এই পরিস্থিতি ‘অত্যন্ত হতাশাজনক’ এবং ‘উদ্বেগজনক’।
কোনও দেওয়ানি মামলার রায় কার্যকর না-হলে, ওই রায় কার্যকর করার জন্য মামলার জয়ী পক্ষ ‘এক্সিকিউশন পিটিশন’ (পূর্ববর্তী রায় কার্যকর করার আর্জিতে মামলা) দাখিল করতে পারে আদালতে। গত বৃহস্পতিবার এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, দেশ জুড়ে এখনও ৮,৮২,৫৭৮টি ‘এক্সিকিউশন পিটিশন’ বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। ওই পরিসংখ্যানের কথা তুলে ধরে দুই বিচারপতির বেঞ্চের মন্তব্য, “আমরা যে পরিসংখ্যান পাচ্ছি, তা অত্যন্ত হতাশাজনক। সারা দেশে ‘এক্সিকিউশন পিটিশন’ ঝুলে থাকার পরিসংখ্যান উদ্বেগজনক।”
দেওয়ানি মামলার রায় কার্যকর হতে দেরি হওয়া নিয়ে এর আগেও উষ্মাপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। গত মার্চ মাসে সুপ্রিম কোর্ট একটি নির্দেশও দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, প্রতিটি হাই কোর্টকে নিজ নিজ এক্তিয়ারভুক্ত দেওয়ানি আদালতগুলিকে ছ’মাসের মধ্যে ‘এক্সিকিউশন পিটিশন’-এর নিষ্পত্তি করতে নির্দেশ দিতে বলা হয়েছিল। ওই নির্দেশ মেনে কী ভাবে কাজ এগোচ্ছে, তা সম্প্রতি পর্যালোচনা করে দেখে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, গত মার্চ মাসের নির্দেশের পর থেকে গত ছ’মাসে ৩,৩৮,৬৮৫টি ‘এক্সিকিউশন পিটিশন’-এর নিষ্পত্তি হয়েছে বিভিন্ন আদালতে। সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবারের নির্দেশনামায় জানায়, “দেওয়ানি মামলায় রায় দেওয়ার পরে তা কার্যকর হতে যদি বছরের পর বছর লেগে যায়, তা হলে এর কোনও অর্থ থাকে না। এটিকে তখন ন্যায়বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছুই বলা যায় না।” এই বিষয়গুলির দ্রুত নিষ্পত্তি করার জন্য প্রতিটি হাই কোর্টকে কিছু পদ্ধতি তৈরি করার জন্য বলেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এখনও পর্যন্ত বিচারাধীন ‘এক্সিকিউশন পিটিশন’গুলির দ্রুত নিষ্পত্তি করার জন্য নিম্ন আদালতগুলিকে নির্দেশ দিতে অনুরোধ করা হয়েছে প্রতিটি হাই কোর্টকে।