সাইবার অপরাধ রুখতে

সাইবার অপরাধ রুখতে কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে গুগল, ইয়াহু, ফেসবুক ও মাইক্রোসফ্‌টের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট।

Advertisement
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০৩:২৫
Share:

সাইবার অপরাধ রুখতে কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে গুগল, ইয়াহু, ফেসবুক ও মাইক্রোসফ্‌টের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম বি লোকুর ও বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নোটিস পাঠিয়েছে। জবাব দিতে হবে ৯ জানুয়ারির মধ্যে। প্রাক্তন প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর কাছে চিঠি দিয়েছিল হায়দরাবাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। হোয়াটসঅ্যাপ ও অন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ধর্ষণের ভিডিও, যৌন হেনস্থার ভিডিও পোস্ট করার বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানায় ওই সংস্থা। সেই মামলার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল মণীন্দ্র সিংহ আদালতকে জানিয়েছেন, এখনও পর্যন্ত সাইবার অপরাধ রুখতে কী কী পদক্ষেপ করেছেন তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement