Bihar SIR Row

কোন ৬৫ লক্ষের নাম বাদ গেল খসড়া ভোটার তালিকা থেকে? দায়ের নতুন মামলা, কমিশনের থেকে জবাব চাইল সুপ্রিম কোর্ট

গত ১ অগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। ওই খসড়া তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। মামলাকারীর দাবি, কোন ৬৫ লক্ষের নাম বাদ পড়েছে, সেই তালিকা দেওয়া হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৩:৪৪
Share:

ভোটার তালিকা। —ফাইল চিত্র।

বিহারের খসড়া ভোটার তালিকা থেকে কোন ৬৫ লক্ষের নাম বাদ পড়েছে? তা নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। বুধবার শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের জবাব তলব করেছে।

Advertisement

চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে সে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের জন্য ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর) চালাচ্ছে নির্বাচন কমিশন। গত ১ অগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তারা। ওই খসড়া তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। মামলাকারীর দাবি, কোন ৬৫ লক্ষের নাম বাদ পড়েছে, সেই তালিকা দেওয়া হয়নি। এই নিয়ে শীর্ষ আদালতে মামলা করেছে একটি সংগঠন। বুধবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঞা এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চে মামলাটি ওঠে।

মামলাকারী পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে সওয়াল করেন, “খসড়া তালিকা সম্পর্কে বলা হয়েছে, ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু এই ৬৫ লক্ষ নামের কোনও তালিকা দেওয়া হয়নি। সেখানে বলা হচ্ছে, ৩২ লক্ষ ভোটার স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন। কিন্তু এ বিষয়ে অন্য কোনও বিবরণ দেওয়া হয়নি। এই ৬৫ লক্ষ কারা, কারা স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন, কারা মৃত— এই তথ্য তাদের প্রকাশ করা উচিত।” বিচারপতি কান্তও জানান, নিয়ম অনুসারে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সংক্রান্ত তথ্য দেওয়ার কথা কমিশনের।

Advertisement

অন্য দিকে কমিশন জানায়, রাজনৈতিক দলের প্রতিনিধিদের যে সেই তথ্য দেওয়া হয়েছে, তা তারা দেখাতে পারবে। সে কথা শুনে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই সংক্রান্ত বিষয়ে কমিশনের ব্যাখ্যা আদালতে জমা করতে হবে। কোন কোন রাজনৈতিক দলকে এই তথ্য দেওয়া হয়েছে, তা আদালতে জানানোর জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি কান্ত। আগামী ১২ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার মধ্যে কমিশনকে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement