Supreme Court

‘মহানুভবতা দেখিয়ে পদক্ষেপ করিনি’! পথকুকুর সংক্রান্ত নির্দেশ নিয়ে মন্তব্যের জন্য মানেকা গান্ধীকে ধমক সুপ্রিম কোর্টের

মানেকার আইনজীবী শুনানির সময় জানান, তিনি অতীতে মুম্বই হামলায় দোষী আজমল কসাবের হয়ে সওয়াল করেছেন। বিচারপতি নাথ বলেন, ‘‘কসাব আদালত অবমাননা করেনি।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২৩:২৫
Share:

মানেকা গান্ধী। — ফাইল চিত্র।

পথকুকুর সংক্রান্ত নির্দেশ নিয়ে মন্তব্যের জন্য মানেকা গান্ধীকে ধমক দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ জানিয়েছে, এটা শীর্ষ আদালতের ‘মহানুভবতা’ যে, মানেকার বিরুদ্ধে আদালত অবমাননা করার অভিযোগে পদক্ষেপ করা হয়নি। পথকুকুরদের হামলার জন্য তাদের যাঁরা খেতে দেন, তাঁদের দায়ী করেছে সুপ্রিম কোর্ট। সেটি পরিহাস করে বলা হয়নি বলেই মঙ্গলবার জানাল সুপ্রিম কোর্ট।

Advertisement

মঙ্গলবার মানেকার আইনজীবীকে তিন বিচারপতির বেঞ্চ বলেন, ‘‘আপনার মক্কেল অবমাননা করেছেন। আমরা তা ধরছি না। এটা আমাদের মহানুভবতা। তাঁর পডকাস্ট আপনি শুনেছেন? তাঁর শারীরি ভাষা দেখেছেন?’’ এই নিয়ে কোনও মন্তব্য করেননি মানেকার আইনজীবী রাজু রামচন্দ্রন।

মানেকার আইনজীবী শুনানির সময় জানান, তিনি অতীতে মুম্বই হামলায় দোষী আজমল কসাবের হয়ে সওয়াল করেছেন। বিচারপতি নাথ বলেন, ‘‘কসাব আদালত অবমাননা করেনি।’’ এর পরে রামচন্দ্রন জানান, কুকুরদের টিকা, র‌্যাবিস নিয়ন্ত্রণের জন্য কী ব্যবস্থা রয়েছে। সুপ্রিম কোর্ট তখন বলেন, ‘‘আপনার মক্কেল পশুপ্রেমী। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। কিন্তু এ সব প্রকল্প কার্যকর করতে বাজেটে তিনি কী বরাদ্দ করেছিলেন?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement