Pahalgam Terror Attack

অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হোক পহেলগাঁও-তদন্ত, কেন্দ্রকে সিট গঠনের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট, মামলা দায়ের

পহেলগাঁও কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীরা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে গঠিত বিচারবিভাগীয় কমিশনের মাধ্যমে এই ঘটনার তদন্ত চেয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২১:১৫
Share:

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্ত নিয়ে মামলা সুপ্রিম কোর্টে। —ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার তদন্ত হোক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে গঠিত বিচারবিভাগীয় কমিশনের মাধ্যমে। এই আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কাশ্মীরের তিন নাগরিক। পহেলগাঁওয়ের ঘটনার দায়বদ্ধতা নিশ্চিত করার আবেদনও জানিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার আদালতে তাঁদের মামলার শুনানি হতে পারে।

Advertisement

মামলাকারীরা হলেন ফতেশকুমার শাহু, মহম্মদ জুনায়েদ এবং ভিকি কুমার। তিন জনেই কাশ্মীরের বাসিন্দা। তাঁরা চান, পহেলগাঁওয়ের ঘটনার তদন্ত হোক একটি বিচারবিভাগীয় কমিশনের তদারকিতে। যে কমিশনের মাথায় থাকবেন শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতি। মামলাকারীদের আরও আবেদন, এই ঘটনার দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। তার জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ কেন্দ্রীয় সরকারকে দেওয়া হোক।

শুধু কেন্দ্র নয়, জম্মু ও কাশ্মীর সরকার, সিআরপিএফ এবং জাতীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) উপত্যকার সুরক্ষা নিশ্চিত করতে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে। আদালত যেন সকল পক্ষকে সেই সংক্রান্ত নির্দেশ দেয়, আবেদনে উল্লেখ করেছেন মামলাকারীরা। কাশ্মীরের সাধারণ মানুষ এবং পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করে কাজের নির্দিষ্ট পরিকল্পনা দেখতে চেয়েছেন তাঁরা। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি পহেলগাঁও কাণ্ড নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে বৈঠক করেছে। কাশ্মীরের নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে সেখানে চর্চা হয়েছে। তার মাঝেই সুপ্রিম কোর্টে এই মামলা।

Advertisement

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। কিন্তু হামলাকারীদের এখনও ধরা যায়নি। ঘটনার তদন্ত করছে এনআইএ। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। ভারতে পাকিস্তানিদের ভিসাও বাতিল হয়ে গিয়েছে। পাল্টা হিসাবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে পাকিস্তান। ভারতের জন্য তাদের আকাশসীমাও বন্ধ রয়েছে। পাকিস্তান এই ঘটনার সঙ্গে যে কোনও রকম যোগাযোগ অস্বীকার করেছে। আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement