Haryana Accident

হরিয়ানার গুরুগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেপরোয়া এসইউভি, মৃত পাঁচ, গুরুতর আহত এক

পুলিশ জানিয়েছে, মৃতেরা সকলে উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বেপরোয়া গতিতে চলার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:০০
Share:

গুর্ঘটনাগ্রস্ত সেই এসইউভি। ছবি: সংগৃহীত।

হরিয়ানার গুরুগ্রামে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ছ’জনের একটি দল উত্তরপ্রদেশ থেকে গুরুগ্রামে যাচ্ছিল। এসইউভিতে তিন জন পুরুষ এবং তিন জন মহিলা ছিলেন। বেপরোয়া গতিতে চলা এসইউভি শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে কয়েক বার পাল্টি খেয়ে তালগোল পাকিয়ে যায়।

স্থানীয়েরা একটি গাড়িকে রাস্তার ধারে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে গাড়ির ভিতর থেকে ছ’জনকে উদ্ধার করে। কিন্তু তত ক্ষণে চার জনের মৃত্যু হয়েছিল। সঙ্কটজনক অবস্থায় বাকি দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে এক জনের মৃত্যু হয়। অন্য জনের চিকিৎসা চলছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতেরা সকলে উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বেপরোয়া গতিতে চলার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। গাড়ির অবস্থা এবং দুর্ঘটনার অভিঘাত তেমনই ইঙ্গিত করছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement