Padma Shri

‘উপাধির দরকার নেই’, পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন সন্ন্যাসী

তালিকায় নাম ছিল কর্নাটকের বিজয়পুরের জ্ঞানযোগাশ্রামের সিদ্ধেশ্বর স্বামীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ১৭:১৮
Share:

সিদ্ধেশ্বর স্বামী।

পদ্মশ্রীর তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কর্নাটকের সন্ন্যাসী সিদ্ধেশ্বর স্বামী। কোনও উপাধির দরকার নেই বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

Advertisement

গত ২৬ জানুয়ারি কেন্দ্রীয় সরকার পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় নাম ছিল কর্নাটকের বিজয়পুরের জ্ঞানযোগাশ্রামের সিদ্ধেশ্বর স্বামীর। তাঁর আধ্যাত্মিক কার্যকলাপের জন্যই এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।

কিন্তু, তালিকা প্রকাশের পরই নিজের সিদ্ধান্তের কথা জানান ওই সন্ন্যাসী। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি জানান, আধ্যাত্মিক সন্ধানকে জীবনের পথ হিসেবে বেছে নিয়েছেন। তাই তাঁর কোনও উপাধির প্রয়োজন নেই। তাঁর কথায়, ‘‘আমি উপাধি চাই না, আমি একজন সন্ন্যাসী।’’

Advertisement

আরও পড়ুন: প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে প্যালেস্তাইন যাচ্ছেন মোদী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement