Swine flu

Swine Flu: সোয়াইন ফ্লু সংক্রমণ বাড়ছে মুম্বইয়ে, গত দু’সপ্তাহে আক্রান্ত ১৩৮! চিন্তিত পুরকর্তৃপক্ষ

হয়েছেন। জুলাই মাসে মুম্বইয়ে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন ১০৫ জন। অর্থাৎ সংক্রমণ বৃদ্ধির হার দ্বিগুণেরও বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ২২:১২
Share:

চলছে সোয়াইন ফ্লু পরীক্ষার কাজ। ফাইল চিত্র।

ভরা বর্ষায় সোয়াইন ফ্লুয়ের প্রকোপ বাড়ছে মুম্বইয়ে। দেশের বাণিজ্যিক রাজধানীতে গত ১৫ দিনে ১৩০টিরও বেশি সংক্রমণের ঘটনা চিহ্নিত করা গিয়েছে বলে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) কর্তৃপক্ষ জানিয়েছেন।

Advertisement

বিএমসি-র তরফে মঙ্গলবার জানানো হয়েছে গত ১-১৪ অগস্ট মোট এইচ১এন১ ভাইরাস সংক্রমণের মোট ১৩৮ ঘটনা এ পর্যন্ত চিহ্নিত হয়েছে। ওই সময়সীমার মধ্যে ৪১২ জন ম্যালেরিয়া এবং ৭৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। জুলাই মাসে মুম্বইয়ে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন ১০৫ জন।

‘ন্যাশনাল সেন্টার ফর ডিজিজি কন্ট্রোল’-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ এবং ২০১৯-এর গোড়ায় উত্তর ভারতে উদ্বেগজনক ভাবে সোয়াইন ফ্লু সংক্রমণের হার বেড়েছিল। এ বার মুম্বইয়ের দ্রুত আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ঘটনা সেই স্মৃতিকেই উস্কে দিচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন