26/11 Mumbai Attack

২৬/১১ মুম্বই হামলার চক্রী রানাকে আরও ১২ দিন থাকতে হবে এনআইএ হেফাজতে, নির্দেশ আদালতের

হেফাজতে প্রায় প্রতি দিনই আট থেকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ আধিকারিকেরা। একই সঙ্গে মুম্বই পুলিশের অপরাধদমন শাখাও জেরা করছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৮:০৮
Share:

২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। —ফাইল চিত্র।

২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে আরও ১২ দিন জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) হেফাজতে থাকতে হবে। এমনই নির্দেশ আদালতের। ১৮ দিনের হেফাজত শেষে সোমবার রানাকে আদালতে হাজির করানো হয়। কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর। তার মধ্যে দিয়েই মুখ ঢেকে আদালতে আনা হয় মুম্বই হামলার অন্যতম চক্রীকে।

Advertisement

২৬/১১ মুম্বই হামলা নাম জড়িয়েছিল পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার। তবে এত দিন তিনি ছিলেন আমেরিকার জেলেই। তাঁকে ভারতে ফেরানোর ব্যাপারে টানাপড়েন চলছিল অনেক দিন ধরেই। চলতি মাসের শুরুতেই রানাকে ভারতে প্রত্যর্পণ করানো হয়। তার পর থেকে তাঁর দিন কাটছে দিল্লির এনআইএ দফতরের কুঠুরিতে। কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে তাঁকে।

হেফাজতে প্রায় প্রতি দিনই আট থেকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ আধিকারিকেরা। একই সঙ্গে মুম্বই পুলিশের অপরাধদমন শাখাও জেরা করছে তাঁকে। গত বুধবার এনআইএ দফতরে গিয়ে পুলিশ রানাকে জেরা করে। দাবি, মুম্বই হামলার পরিকল্পনা থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে তাঁর যোগাযোগ, একাধিক বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু রানার কাছ থেকে সদুত্তর পাননি তদন্তকারীরা।

Advertisement

উল্লেখ্য, এনআইএ হেফাজতে থাকাকালীন পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে দিল্লির পটীয়ালা আদালতে আবেদন করেছিলেন রানা। তাঁর আইনজীবী পীযূষ সচদেব জানান, রানা বিদেশি নাগরিক। পরিবারের সঙ্গে কথা বলার মৌলিক অধিকার তাঁর আছে। পরিবারের সদস্যেরা তাঁর স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন। কিন্তু এনআইএ এই আবেদনের বিরোধিতা করে। তারা জানায়, পরিবারের সঙ্গে কথা বললে রানা গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য প্রকাশ করে ফেলতে পারেন। উভয়পক্ষের বক্তব্য শুনে বিচারক রানার আবেদন খারিজ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement