India Pakistan Tension

তাজমহলে হামলার আশঙ্কা? ‘অপারেশন সিঁদুর’-এর পর উচ্চ সতর্কতা জারি, কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হল নিরাপত্তা

তাজমহল সংলগ্ন এলাকা সিসিটিভিতে মোড়া। নিরাপত্তা সংক্রান্ত চেক-পয়েন্টগুলিতে কর্মীসংখ্যা বৃদ্ধি করা হয়েছে। উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এলাকায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৯:৫১
Share:

তাজমহলের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ছবি: পিটিআই।

‘অপারেশন সিঁদুর’-এর পর তাজমহলে উচ্চ সতর্কতা জারি করা হল। কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। তাজমহলের আশপাশের সমস্ত গাড়ি এবং হোটেলে ‘চেকিং’ চলছে। পর্যটকদের পরিচয় যাচাই করা হচ্ছে। তাজমহলের নিরাপত্তার দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের ২৪ ঘণ্টা সতর্ক থাকতে বলা হয়েছে। আচমকা নিরাপত্তা বৃদ্ধির কোনও কারণ জানাননি কর্তৃপক্ষ। তবে অনেকের মতে, তাজমহল ভারতের অন্যতম শ্রেষ্ঠ পর্যটনস্থান। দেশি-বিদেশি বহু মানুষ সেখানে যান। ফলে সম্ভাব্য হামলার ‘নিশানা’ হতে পারে এই তাজমহল। গোয়েন্দা সূত্রে তেমন কোনও খবর প্রশাসনের কাছে এসে থাকতে পারে। সেই কারণেই নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে।

Advertisement

তাজমহল এবং তৎসংলগ্ন ১০,৪০০ বর্গকিলোমিটার এলাকাকে তাজ ট্র্যাপিজ়িয়াম জ়োন বলা হয়। এটি ‘হলুদ জ়োন’ নামেও পরিচিত। এই অংশের মধ্যেই রয়েছে আগরা দুর্গ এবং ফতেপুর সিক্রি। সমগ্র ‘হলুদ জ়োন’-এই বৃহস্পতিবার থেকে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে খবর। তাজমহলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আগরা পুলিশের তাজ সিকিউরিটি ইউনিট। তার প্রধান এসিপি আরিব আহমেদ বলেন, ‘‘তাজমহলের হলুদ জ়োনে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই অংশে ন’টি চেকিং পয়েন্ট, ছ’টি ওয়াচ টাওয়ার এবং আটটি গুলিনিরোধক ফ্রন্ট রয়েছে। সেগুলিতে ২৪ ঘণ্টা নজরদারির বন্দোবস্ত করা হয়েছে।’’ এ ছাড়াও কুইক রেসপন্স টিমের দু’টি দল এলাকায় সবসময় টহল দিচ্ছে। স্থানীয় পুলিশকে পর্যটকদের তথ্য জানানো হচ্ছে, যাতে সেগুলি বিশদে যাচাই করা যায়।

তাজমহল সংলগ্ন এলাকা সিসিটিভিতে মোড়া। নিরাপত্তা সংক্রান্ত চেক-পয়েন্টগুলিতে কর্মীসংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তারক্ষীদের। পর্যটকদেরও প্রশাসনের সঙ্গে সহযোগিতার অনুরোধ করা হয়েছে।

Advertisement

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। তার জবাবে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। বেছে বেছে জঙ্গিঘাঁটিগুলিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতের এই হামলার পর পাকিস্তানও প্রত্যাঘাতের বার্তা দিয়েছে। ফলে দুই দেশের সম্পর্কের অবনতি হচ্ছে দিন দিন। সীমান্তে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। চলছে গোলাগুলি। এই পরিস্থিতিতে তাজমহলেও হামলার আশঙ্কায় নিরাপত্তা বৃদ্ধি করা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement