MK Stalin

প্রাতর্ভ্রমণে বেরিয়ে মাথা ঘুরে পড়ে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন! ভর্তি করানো হল হাসপাতালে

সোমবার দুপুরে একটি কলেজের হিন্দু ধর্মীয় ও দাতব্য অনুদান বিভাগ (এইচআরসিই) আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল স্ট্যালিনের। কিন্তু শারীরিক অবস্থার কথা মাথায় রেখে শেষ মুহূর্তে যাওয়া বাতিল করার সিদ্ধান্ত নিতে হয় তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৪:১০
Share:

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। — ফাইল চিত্র।

প্রাতর্ভ্রমণে বেরিয়ে মাথা ঘুরে পড়ে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে বেশ কিছু শারীরিক পরীক্ষার জন্য আপাতত হাসপাতালেই থাকতে হবে তাঁকে।

Advertisement

সংশ্লিষ্ট হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রতি দিনের মতো সোমবারও প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। কিন্তু হাঁটার সময় আচমকা মাথা ঘুরে যায় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মেডিক্যাল বোর্ডের ডিরেক্টর অনিল বিজি বলেন, ‘‘বর্তমানে মুখ্যমন্ত্রীকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত রকমের শারীরিক পরীক্ষাও করা হচ্ছে।’’

প্রসঙ্গত, সোমবার দুপুরে একটি কলেজের হিন্দু ধর্মীয় ও দাতব্য অনুদান বিভাগ (এইচআরসিই) আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল স্ট্যালিনের। কিন্তু শারীরিক অবস্থার কথা মাথায় রেখে যাওয়া বাতিল করতে হয় তাঁকে। স্ট্যালিনের বদলে তাঁর মন্ত্রিসভার কয়েক জন বর্ষীয়ান মন্ত্রী ওই অনুষ্ঠানে তাঁর প্রতিনিধিত্ব করেছেন। সোমবার সন্ধ্যায় একটি বই প্রকাশের অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে তাঁর স্ত্রী দুর্গা স্ট্যালিনের একটি বই প্রকাশিত হবে। তবে সেই অনুষ্ঠানেও স্ট্যালিন যেতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement