Hoax Bomb Call

মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ‘বাড়িতে বোমা রাখা আছে’! তামিলনাড়ুর ডিজিপি-কে ইমেল, হুমকি অভিনেতা অজিত, অরবিন্দদেরও

রবিবার ইমেলটি যায় তামিলনাড়ুর ডিজিপির সরকারি আইডিতে। মুখ্যমন্ত্রীর বাসভবন চেন্নাইয়ের তেনামপেট থানার অধীনে। ইমেল পাওয়ার পরেই সেখানে তল্লাশি শুরু করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১১:১৭
Share:

এমকে স্ট্যালিন। — ফাইল চিত্র।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বাড়িতে বোমা রাখা রয়েছে বলে রবিবার হুমকি দিয়ে ইমেল গেল তামিলনাড়ুর ডিজিপির সরকারি আইডি-তে। ইমেল পেয়ে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি চালায় পুলিশ। শেষ পর্যন্ত বোঝা যায়, ওই হুমকি ভুয়ো। স্ট্যালিনের পাশাপাশি অভিনেতা অরবিন্দ, অজিত কুমার-সহ বেশ কয়েক জন বিশিষ্টের বাড়িতেও বোমা রাখা রয়েছে বলে মেল যায় ডিজিপির কাছে। তাঁদের বাড়িতেও তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু মেলেনি বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

রবিবার ইমেলটি যায় তামিলনাড়ুর ডিজিপির সরকারি আইডিতে। মুখ্যমন্ত্রীর বাসভবন চেন্নাইয়ের তেনামপেট থানার অধীনে। পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি চালায়। সেখান থেকে সন্দেহজনক কিছু মেলেনি।

এর কিছু ক্ষণ পরে আর একটি হুমকির মেল পায় তামিলনাড়ু পুলিশ। সূত্রের খবর, সেখানে বলা হয়, অভিনেতা অজিত, অরবিন্দ, রজনীকান্ত, কেএস রবিকুমার, অভিনেত্রী স্নেহা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমকে আলাগিরির মাদুরাইয়ের বাড়িতে বোমা রাখা রয়েছে। এর পরেই চেন্নাইয়ের একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। মাদুরাইয়েও তল্লাশি চালানো হয়। যদিও কোনও জায়গা থেকেই সন্দেহজনক কিছু মেলেনি। তদন্তকারী এক অফিসার জানান, কে বা কারা এই মেলগুলি করেছেন, তা খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগ বিষয়ে খতিয়ে দেখছে।

Advertisement

গত সপ্তাহে অভিনেতা অজিত কুমারের বাড়িতে বোমা রাখা রয়েছে বলে হুমকি দিয়ে ইমেল এসেছিল পুলিশের কাছে। তার আগে গত মাসে সুরকার, সঙ্গীতশিল্পী ইলাইয়া রাজার স্টুডিয়োতে বোমা রয়েছে বলে হুমিক ইমেল আসে। দু’টি ক্ষেত্রেই পুলিশ তল্লাশি চালিয়ে কিছু পায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement