Tamil Nadu

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্লাসেই খুন শিক্ষিকা

ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যেই খুন হলেন শিক্ষিকা। ওই শিক্ষিকার নাম এস রম্যা বলে জানা গিয়েছে। অভিযোগ নাম রাজশেখর নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৬
Share:

এই সেই শিক্ষিকা। ছবি: টুইটার

ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যেই খুন হলেন শিক্ষিকা। ওই শিক্ষিকার নাম এস রম্যা বলে জানা গিয়েছে। অভিযোগ রাজশেখর নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

Advertisement

চেন্নাই থেকে ২০০ কিলোমিটার দূরে তামিলনাড়ুর কুড্ডালোর জেলা। একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণীর অঙ্কের ক্লাস নিচ্ছেন ২৩ বছর বয়সী রম্যা। হঠাৎই ক্লাসের মধ্যেই ঢুকে পড়ে সেই যুবক। আক্রমণ করে বসে রম্যাকে। তার আক্রমণে শ্রেণীকক্ষের মধ্যেই মৃত্যু হয় ওই শিক্ষিকার।

তামিলনাড়ু পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, ওই মহিলার সঙ্গে রাজশেখরের আগেই পরিচয় ছিল। কলেজে পড়বার সময় থেকেই একে অন্যকে চিনতেন তারা। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, রম্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজশেখর। প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাঁদের বাড়েতেও। কিন্তু রম্যা বা রম্যার পরিবার, কোনও তরফ থেকেই এই প্রস্তাব মেনে নেওয়া হয়নি। সেই আক্রোশেই রাজশেখর এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে যে, খুন করার আগে দু’জনের মধ্যে বাগবিতন্ডাও হয়েছিল। ঝগড়ার পরেই রম্যা তাঁর স্কুলে ক্লাস নেওয়ার জন্য ঢুকে যান। তারপরেই আক্রমণ করেন রাজশেখর। শ্রেণী কক্ষটি স্কুলের নীচের তলাতে হওয়াতে তার আক্রমণ করতে সুবিধা হয়েছিল বলে ধারণা পুলিশের।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে একটা সিগারেটেই পুড়ে ছাই ৩০০টি গাড়ি

ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক। পুলিশ জানিয়েছে তার খোঁজ চলছে। ওই যুবকের পরিবারও ওই একই শহরের বাসিন্দা। তাঁদেরকেও পুলিশের তরফে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: কাশ্মীরিদের সুরক্ষার দায়িত্ব নিতে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন