Rabies Death

পথকুকুর কামড়েছিল তিন মাস আগে, তোয়াক্কা করেননি, যাননি চিকিৎসকের কাছেও! যুবকের মৃত্যু তামিলনাড়ুতে

পরিবার সূত্রে খবর, কুকুর কামড়ানোর পরেও আয়াপ্পন চিকিৎসকের কাছে যেতে চাননি। শুধু তা-ই নয়, জলাতঙ্কের প্রতিষেধকও নেননি। কিছু দিন পর থেকেই আয়াপ্পনের জলাতঙ্কের উপসর্গ দেখা দিতে শুরু করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৪:১৬
Share:

মৃত যুবক আয়াপ্পন। ছবি: সংগৃহীত।

পথকুকুর কামড়ানোর পরেও বিষয়টি খুব একটা তোয়াক্কা করেননি তামিলনাড়ুর যুবক আয়াপ্পন। পেশায় তিনি একজন নির্মাণকর্মী। কন্যাকুমারীতে একটি নির্মাণকাজে গিয়েছিলেন মাসতিনেক আগে। জানা গিয়েছে, সেই সময়েই কর্মস্থলে তাঁকে একটি পথকুকুর কামড়ে দেয়।

Advertisement

পরিবার সূত্রে খবর, কুকুর কামড়ানোর পরেও আয়াপ্পন চিকিৎসকের কাছে যেতে চাননি। শুধু তা-ই নয়, জলাতঙ্কের প্রতিষেধকও নেননি। কিছু দিন পর থেকেই আয়াপ্পনের জলাতঙ্কের উপসর্গ দেখা দিতে শুরু করে। আয়াপ্পনের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের লোকেরা আয়াপ্পনকে হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল সূত্রে খবর, আয়াপ্পনকে যখন হাসপাতালে ভর্তি করানো হয়, তখনই তাঁর শরীরে জলাতঙ্কের উপসর্গ লক্ষ করা গিয়েছিল।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আয়াপ্পনের অস্থিরতা বাড়ছিল। খেতে সমস্যা হচ্ছিল। প্রথমে তাঁকে দু’টি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আয়াপ্পনের সুস্থতার জন্য সর রকম ভাবে চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement