তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে পথে বিরোধীরা 

‘গো ব্যাক গভর্নর’ বলে প্রতিবাদ চালাচ্ছেন বিরোধীরা। কেন্দ্রের কাছে ডিএমকে, সিপিএম ও পিএমকে-র মতো বিরোধী দলের নেতাদের দাবি, রাজ্যপালের পদ থেকে সরাতে হবে বনওয়ারিলালকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ০৩:৩৩
Share:

বনওয়ারিলাল পুরোহিত

তামিলনাড়ুর রাজ্যপালের পদ থেকে বনওয়ারিলাল পুরোহিতকে সরানোর দাবিতে তাঁর বিরুদ্ধে পথে নামল বিরোধী দলগুলি।

Advertisement

‘গো ব্যাক গভর্নর’ বলে প্রতিবাদ চালাচ্ছেন বিরোধীরা। কেন্দ্রের কাছে ডিএমকে, সিপিএম ও পিএমকে-র মতো বিরোধী দলের নেতাদের দাবি, রাজ্যপালের পদ থেকে সরাতে হবে বনওয়ারিলালকে। ডিএমকে নেতা স্ট্যালিন বলেন, ‘‘এটা লজ্জাজনক যে বনওয়ারিলাল আমাদের রাজ্যপাল।

যতক্ষণ না কেন্দ্র তাঁকে সরাচ্ছে, ততক্ষণ প্রতিবাদ চলবে।’’ রাজনীতিকদের মতে, আগে কোনও রাজ্যপালের বিরুদ্ধে এমন প্রতিবাদ দেখেনি রাজ্য।

Advertisement

দেবাঙ্গ আর্ট কলেজের শিক্ষিকা নির্মলা দেবীর বিরুদ্ধে অভিযোগ, ভাল নম্বর পেতে তিনি ছাত্রীদের কলেজের কর্তাদের সঙ্গে ‘সমঝোতা’ করতে বলেন। অভিযোগ ওঠে, এটা স্পষ্টই যৌন ইঙ্গিত। কথোপকথনের সেই অডিয়ো ক্লিপে নির্মলাকে বলতে শোনা যায়, রাজ্যপাল তাঁর পরিচিত। এর জেরে সোমবার রাজ্যপাল সাংবাদিক বৈঠকে দাবি করেন, ওই শিক্ষিকার সঙ্গে তাঁর যোগাযোগ নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement