Tamil Nadu Assembly Election 2026

‘বিজেপি ফ্যাসিবাদী, ডিএমকে বিষ! বিধানসভা ভোটে একলাই লড়ব’, বললেন তামিল চিত্রতারকা বিজয়

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তামিল চিত্রতারকা বিজয় নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) গড়েছিলেন। কিন্তু গত লোকসভা ভোটে কোনও প্রার্থী দেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ২০:৪৫
Share:

তামিল অভিনেতা থলপতি বিজয়। —ফাইল চিত্র।

আগামী বছর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তাঁর দল একার শক্তিতেই লড়বে বলে ঘোষণা করলেন তামিল অভিনেতা বিজয়। অনুরাগীদের কাছে ‘থলপতি’ (অর্থাৎ, দলপতি) নামেই পরিচিত চিত্রতারকা বৃহস্পতিবার দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বলেন, ‘‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু হল বিজেপি। এক মাত্র রাজনৈতিক শত্রু হল ডিএমকে।’’

Advertisement

২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভার ভোটে তাঁর দলের সঙ্গেই সে রাজ্যের শাসক ডিএমকের মূল লড়াই হবে বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিজয় নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) গড়েছিলেন। কিন্তু গত লোকসভা ভোটে কোনও প্রার্থী দেননি। জল্পনা ছিল বিধানসভা ভোটে ডিএমকের সঙ্গে সমঝোতা করতে পারেন তিনি। কিন্তু সরাসরি সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ‘থলপতি’।

তামিলনাড়ুর প্রধান বিরোধী দল এডিএমকে বর্তমানে বিজেপির সহযোগী। বিজেপিকে ‘প্রধান আদর্শগত শত্রু’ বলে চিহ্নিত করা বিজয়ের সঙ্গে তাই এডিএমকের সমঝোতাও কার্যত অসম্ভব। টিভিকে-র রাজ্য সম্মেলনে বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দলকে ‘বিষ’ বলেন বিজয়। সেই সঙ্গে তাঁর ঘোষণা, ‘‘যাঁদের বেআইনি ব্যবসা আছে তাঁরা ভীত হতে পারেন। আমি এবং টিভিকে সে রকম নই।’’ আগামী বিধানসভা ভোটে তামিলনাড়ুতে চমকপ্রদ ফল হবে বলেও দাবি করেন তিনি।

Advertisement

সাধারণ ভাবে নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দেন বিনোদন জগতের তারকারা। এ ক্ষেত্রে তামিলনাড়ুকে পথ প্রদর্শকও বলা যেতে পারে। বিভিন্ন সময় বিনোদন জগতের তারকা এসেছেন রাজনীতিতে। তার বড় দৃষ্টান্ত ছিলেন এমজি রামচন্দ্রন, জয়ললিতা, বৈজয়ন্তীমালা, শিবাজি গণেশন, ক্যাপ্টেন’ বিজয়কান্তেরা। এ ছাড়াও রয়েছেন কমল হাসন, ‘সরথকুমারের মতো তারকারা। সেই ধারা বেয়েই এ বার জনতার দরবারে হাজির হতে চলেছেন ‘মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ এবং ‘লিও’র মতো সুপারহিট ছবি নায়ক ‘থলপতি’ বিজয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement