Tamil Nadu

Lockdown: ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু, এ বার আরও কড়াকড়ি

শুক্রবারই নতুন দৈনিক সংক্রমণ হয়েছে ৩৬ হাজারেরও বেশি। যা প্রশাসনিক মহলে যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২২ মে ২০২১ ১৭:০২
Share:

ছবি: পিটিআই।

কোভিড সংক্রমণ বাড়তে থাকায় ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু। খবর, এ দফার লকডাউনে কোনও শিথিলতা থাকবে না। মেয়াদ বৃদ্ধির এই দফায় পূর্ণ লকডাউনের পথেই হাঁটতে চলেছে সরকার।

Advertisement

রাজ্যে সংক্রমণের গতিতে লাগাম পরাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। শুক্রবারই নতুন দৈনিক সংক্রমণ হয়েছে ৩৬ হাজারেরও বেশি। যা প্রশাসনিক মহলে যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। সংক্রমণের ঊর্ধ্বগতির দিকে নজর রেখেই লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই দফায় নতুন যে নির্দেশিকা জারি করেছে সরকার তাতে বলা হয়েছে, সমস্ত বেসরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে হবে। জরুরি ভিত্তিতে কাজ করে, এমন সরকারি দফতরগুলো খোলা থাকবে এই সময়। জরুরি পরিষেবা বহাল থাকবে। খাদ্য সরবরাহ পরিষেবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সকাল ৬টা-১০টা, দুপুর ১২টা-৩টে এবং সন্ধ্যা ৬টা-৯টা। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টৈ পর্যন্ত চালু থাকবে ই-কমার্স পরিষেবা। আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা যাতায়াতের ক্ষেত্রে ই-পাস আবশ্যিক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন